ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

দেবাশীষ বিশ্বাসের লকডাউন

প্রকাশিত: ২৩:৩৮, ১৩ মে ২০২০

দেবাশীষ বিশ্বাসের লকডাউন

স্টাফ রিপোর্টার ॥ ঢাকার সিনেমায় বহু দিন ধরেই তারকাবহুল কোন চলচ্চিত্র দেখা যায় না। তবে এবার ব্যতিক্রম ঘটল। এক সিনেমায় দেখা যাবে ১২ জন জনপ্রিয় তারকাকে। ‘আলো আসবেই’ নামের স্বল্পদৈর্ঘ্য সিনেমাটি নির্মাণ করছেন দেবাশীষ বিশ্বাস। পরিচালক জানান, করোনাভাইরাস নিয়ে সচেতনতা তৈরি করতেই তিনি চলচ্চিত্রটি নির্মাণ করছেন। এই চলচ্চিত্রে অভিনয় করবেন মিশা সওদাগর, অমিত হাসান, অপু বিশ্বাস, জায়েদ খান, ইমন, সাইমন সাদিক, ববি, বাপ্পি চৌধুরী, শাহরিয়াজ, মাহিয়া মাহি, আঁচল, তমা মির্জাসহ অনেকে। দেবাশীষ বিশ্বাস বলেন, এটা মূলত লকডাউন সিনেমা। তারকাদের আমি স্ক্রিপ্ট দিয়ে দিয়েছি। তাদের ক্যারেক্টার, তাদের সংলাপ-চিত্রনাট্য বুঝিয়ে দিয়েছি। যার যার বাসা থেকে তারা প্রস্তুতি নিচ্ছেন। তারা তাদের মতো করে শূট করে আমার কাছে পাঠাবেন। তারপর আমি এডিট করে পাঠাব ইমন সাহার কাছে। তিনি ব্যাকগ্রাউন্ড মিউজিক করে দেবেন। এভাবেই আমরা আমাদের সিনেমার পরিকল্পনা করেছি। সবকিছু ঠিক থাকলে ঈদের চার-পাঁচ দিন আগে সিনেমাটি অনলাইনে মুক্তি দেবেন বলে জানালেন এই পরিচালক। গল্পে উঠে আসবে করোনাভাইরাসের কারণে মানুষের জীবনযাপনে প্রভাব ও সচেতনতামূলক বার্তা। দেবাশীষ বলেন, আমার এই সিনেমার গল্পের কাঠামো করোনাভাইরাস রিলেটেড। শুধু করোনা নিয়ে সচেতনতায় নয়, মানুষের সামাজিক দায়বদ্ধতাও এই সিনেমায় তুলে ধরা হয়েছে। ১২ জন তারকা এই সিনেমায় কাজ করলেও সবাই বিনা পারিশ্রমিকে কাজ করছেন বলে জানালেন পরিচালক। তিনি বলেন, ঘরে বসে যেমন বিনোদন নেয়া যায়, তেমনি ঘরে বসে বিনোদন দেয়াও যায়। সেই প্রচেষ্টায় আমার পাশে তারকারাও এগিয়ে এসেছেন। তারা একেবারে বিনা পারিশ্রমিকে আমার এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে কাজ করছেন। আমি যখন তাদের পরিকল্পনা জানালাম তখন সবাই কোন পারিশ্রমিক ছাড়াই সিনেমায় কাজ করার জন্য আগ্রহ পোষণ করেন। এত সংখ্যক তারকার অংশগ্রহণের ব্যাপারে তিনি বলেন, এত দিন যাদের চেষ্টা করেও এক সিনেমায় নিতে পারিনি, এই ছোট সিনেমায় তাদের সবাইকে নিতে পেরেছি। সবাই এই সিনেমায় কাজ করতে রাজি হয়েছেন। সে জন্য সবার কাছে আমি কৃতজ্ঞ। ‘আলো আসবেই’-এর চিত্রনাট্য ও পরিচালনা করছেন দেবাশীষ বিশ্বাস। শাহজাহান সৌরভের গল্প অবলম্বনে সংলাপ লিখেছেন শাজাহান সৌরভ ও পরিচালক। সঙ্গীতায়োজন করছেন প্রিতম। আবহ সঙ্গীত করছেন ইমন সাহা।
×