ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আনিসুজ্জামানের অবস্থা এখনও স্থিতিশীল হয়নি

প্রকাশিত: ২৩:৩৩, ১৩ মে ২০২০

আনিসুজ্জামানের অবস্থা এখনও স্থিতিশীল হয়নি

স্টাফ রিপোর্টার ॥ জাতীয় অধ্যাপক আনিসুজ্জামানের শারীরিক অবস্থা এখনও স্থিতিশীল হয়নি। তিনি হার্ড, কিডনিসহ বার্ধক্যজনিত নানা সমস্যা নিয়ে বর্তমানে তিনি সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএই) চিকিৎসাধীন রয়েছেন। তার ছেলে আনন্দ জামান জানিয়েছেন, কয়েকটি পরীক্ষার ফলাফল সন্তোষজনক হলেও শারীরিক অবস্থার আশানুরূপ উন্নতি হয়নি। বিশেষ করে রক্ত সংক্রমণ নিয়ন্ত্রণে না আসায় জটিলতা এখনও দূর হয়নি। মঙ্গলবার আনন্দ জামান জনকণ্ঠকে বলেন, বিভিন্ন পরীক্ষার যেসব ফলাফল এসেছে, সেগুলো সন্তোষজনক। তবে হৃদরোগ, কিডনি ও অন্যান্য সমস্যার পাশাপাশি এখন সবচেয়ে বড় প্রতিবন্ধকতা হচ্ছে রক্তের সংক্রমণকে নিয়ন্ত্রণে নিয়ে আসা। চিকিৎসকরা বলছেন, ইনফেকশনটা নিয়ন্ত্রণে আনতে পারলে স্থিতিশীল বলা যাবে। আব্বা বেশ যন্ত্রণা পোহাচ্ছেন এবং মানসিকভাবেও বেশ দুর্বল হয়ে পড়েছেন। সিএমএইচের করোনারি কেয়ার ইউনিটের প্রধান কর্নেল সৈয়দা আলেয়া সুলতানার নেতৃত্বাধীন একটি বিশেষজ্ঞ চিকিসৎকদল খুবই সতর্কভাবে সর্বোচ্চ সেবার দিচ্ছেন বলে জানান আনন্দ জামান।
×