ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বাংলাদেশকে ৪ হাজার পিপিই দিল জাপান

প্রকাশিত: ২৩:০৯, ১৩ মে ২০২০

বাংলাদেশকে ৪ হাজার পিপিই দিল জাপান

জনকণ্ঠ ডেস্ক ॥ করোনাভাইরাস মোকাবেলায় বাংলাদেশ সরকারকে চার হাজার ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই) দিয়েছে ঢাকার জাপান দূতাবাস। মঙ্গলবার স্বাস্থ্য মন্ত্রণালয়কে এসব পিপিই হস্তান্তর করা হয়। ঢাকার জাপান দূতাবাস এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। -খবর বাংলানিউজের। জাপান দূতাবাস জানায়, স্বাস্থ্য মন্ত্রণলয়ের সচিব আসাদুল ইসলামের কাছে এসব পিপিই আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি জাইকার প্রধান প্রতিনিধি হিরাথা হিতোয়িশি।
×