ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

প্রযুক্তিনির্ভর ব্যবসার মডেল আরও সম্প্রসারিত করতে হবে ॥ স্পীকার

প্রকাশিত: ২৩:০৮, ১৩ মে ২০২০

প্রযুক্তিনির্ভর ব্যবসার মডেল আরও সম্প্রসারিত করতে হবে ॥ স্পীকার

বিশেষ প্রতিনিধি ॥ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি বলেছেন, অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আনতে প্রযুক্তিনির্ভর ব্যবসার মডেলগুলো আরও সম্প্রসারিত করতে হবে। বাংলাদেশের ব্রান্ডিংকে বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে আনন্দমেলা ডিজিটাল প্ল্যাটফর্ম ইতিবাচক ভূমিকা রাখতে পারে। এ সময় আনন্দমেলা ডিজিটাল প্ল্যাটফর্মে পণ্য সরবরাহ ও জোগানের ওপর গুরুত্বারোপ করেন তিনি। ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম (ইউএনডিপি) ইন বাংলাদেশ এর উদ্যোগে মঙ্গলবার করোনাভাইরাসের কারণে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য অনলাইন বিক্রয় সেবা ‘আনন্দমেলা’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে স্পীকার এসব কথা বলেন। এসময় ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে অনলাইন বিক্রয় সেবা ‘আনন্দমেলা’-এর উদ্বোধন করেন স্পীকার। এই অনলাইন বিক্রয় সেবা এসএমই খাতে ইতিবাচক পরিবর্তন আনবে বলেও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
×