ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

জামালপুরে করোনা ল্যাব উদ্বোধন করলেন তথ্য প্রতিমন্ত্রী

প্রকাশিত: ২৩:০৬, ১৩ মে ২০২০

জামালপুরে করোনা ল্যাব উদ্বোধন করলেন তথ্য প্রতিমন্ত্রী

নিজস্ব সংবাদদাতা, জামালপুর, ১২ মে ॥ করোনাভাইরাস শনাক্ত করতে জামালপুরের শেখ হাসিনা মেডিক্যাল কলেজ হাসপাতালে চালু হয়েছে রিয়েল টাইম পলিমারেজ চেইন রি-এ্যাকশন (আরটি-পিসিআর) ল্যাব। মঙ্গলবার দুপুরে এই ল্যাবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তথ্য প্রতিমন্ত্রী ডাঃ মোঃ মুরাদ হাসান। সূত্র জানায়, চট্টগ্রাম ভেটিরিনারি এ্যান্ড এ্যানিমেল সায়েন্স বিশ্ববিদ্যালয় থেকে আনা পিসিআর ল্যাবের মূল যন্ত্রটি বিনামূল্যে পাওয়া গেলেও বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও সাবেক প্রতিমন্ত্রী মির্জা এমপি এবং তথ্য প্রতিমন্ত্রী ডাঃ মোঃ মুরাদ হাসানসহ স্থানীয় সংসদ সদস্য ও বেশ কয়েকজন নেতার অর্থায়নে এবং গণপূর্ত বিভাগের অর্থায়নে ল্যাব স্থাপনের বাকি কাজ সম্পন্ন করা হয়। জানা গেছে, এই ল্যাবটি পরিচালিত হবে শেখ হাসিনা মেডিক্যাল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের তত্ত্বাবধানে। ল্যাবটিতে প্রথম পর্যায়ে একটি ব্যাচে মাইক্রোবায়োলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডাঃ এ কে এম মুসাসহ তিনজন অধ্যাপক ও ছয়জন মেডিক্যাল টেকনোলজিস্টসহ ১৪ জন কর্মকর্তা-কর্মচারী নিয়ে ল্যাবের যাত্রা শুরু হলো। একটি ব্যাচে সারাদিনে এই ল্যাবে ৯৪টি নমুনা পরীক্ষা করা যাবে। জনবল বাড়ালে এই ল্যাব থেকে প্রতিদিন তিনটি ব্যাচে ৩০০ থেকে ৩৫০টি নমুনা পরীক্ষা করা যাবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। চট্টগ্রাম থেকে আনার ১২ দিনের মাথায় মঙ্গলবার দুপুরে নামফলক উন্মোচনের মধ্য দিয়ে ল্যাবটির শুভ উদ্বোধন করেন তথ্য প্রতিমন্ত্রী ডাঃ মোঃ মুরাদ হাসান। এ সময় সাবেক প্রতিমন্ত্রী মির্জা আজম, সংসদ সদস্য মোঃ ফরিদুল হক খান দুলাল, সংসদ সদস্য প্রকৌশলী মোঃ মোজাফফর হোসেন, সংরক্ষিত নারী সংসদ সদস্য হোসনে আরা বেগম, শিক্ষা সচিব মোঃ মাহবুব হোসেন, জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক, জেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহাম্মেদ চৌধুরী, সিভিল সার্জন ডাঃ প্রণয় কান্তি দাস, জামালপুর পৌরসভার মেয়র মির্জা সাখাওয়াতুল আলম মনি, শেখ হাসিনা মেডিক্যাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ মোঃ সালেহ ইসলাম ও মেডিক্যাল কলেজটির প্রকল্প পরিচালক ডাঃ মোঃ মোশায়ের উল ইসলাম রতন, ডেপুটি সিভিল সার্জন ডাঃ কে এম শফিকুজ্জামান, জেলা আওয়ামী লীগের সভাপতি মুহাম্মদ বাকী বিল্লাহ ও সাংগঠনিক সম্পাদক মোঃ ছানোয়ার হোসেন ছানু প্রমুখ উপস্থিত ছিলেন। পরে সবাই ল্যাবটি ঘুরে দেখেন।
×