ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সাঈদীর ছেলের সঙ্গে গোপন বৈঠক, সেই রকি বড়ুয়া গ্রেফতার

প্রকাশিত: ২৩:০৫, ১৩ মে ২০২০

সাঈদীর ছেলের সঙ্গে গোপন বৈঠক, সেই রকি বড়ুয়া গ্রেফতার

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ একাত্তরের মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধে আজীবন কারাদ-প্রাপ্ত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর ছেলের সঙ্গে গোপন বৈঠক এবং রাষ্ট্রবিরোধী তৎপরতার অভিযোগে বিতর্কিত রকি বড়ুয়াকে চার সহযোগীসহ গ্রেফতার করেছে র‌্যাব। তার কাছ থেকে উদ্ধার হয়েছে বিদেশী পিস্তল ও মদ। মঙ্গলবার ভোরে চট্টগ্রাম মহানগরের মোহাম্মদপুর এলাকা থেকে রকিকে গ্রেফতার করা হয়। র‌্যাব সূত্রে জানানো হয়, গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাবের একটি টিম মঙ্গলবার ভোরে মোহাম্মদপুর এলাকার একটি বাড়িতে অভিযান চালায়। সেখানে অবস্থান করছিল রকি বড়ুয়া। অভিযান আঁচ করতে পেরে রকি তিনতলা ভবন থেকে লাফ দিয়ে পালানোর চেষ্টা করে। এতে তার পায়ে আঘাত লাগে। পরে র‌্যাব সদস্যরা তাকে গ্রেফতার করে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। র‌্যাব কর্মকর্তা মেজর মুশফিকুর রহমান সাংবাদিকদের জানান, রকিকে গ্রেফতারের জন্য খোঁজা হচ্ছিল। এ অভিযানে তার আরও চার সহযোগীকেও আটক করা হয়েছে। এর মধ্যে একজন নারীও রয়েছে। উল্লেখ্য, অতি সম্প্রতি জামায়াত নেতা সাঈদীপুত্রসহ দেশের কয়েকজন বিতর্কিত ধর্মীয় নেতার সঙ্গে রকি বড়ুয়ার ঘরোয়া আলোচনার ছবি ভাইরাল হয়। জামায়াত নেতা যুদ্ধাপরাধী সাঈদীকে জেল থেকে ছাড়িয়ে নিতে তারা কর্মকৌশল ঠিক করতে গোপন বৈঠকে মিলিত হয়। এরপরই বিভিন্নভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে সাঈদীর মুক্তি চেয়ে স্ট্যাটাস দেয়া শুরু হয়। আইনশৃঙ্খলা বাহিনীর নজরে আসার পর রকি বড়ুয়াকে গ্রেফতারের তৎপরতা শুরু হয়। রকিও আত্মগোপনে চলে যায়।
×