ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ছুটি ঈদ পর্যন্ত বাড়তে পারে

প্রকাশিত: ২২:৫৯, ১৩ মে ২০২০

ছুটি ঈদ পর্যন্ত বাড়তে পারে

বিশেষ প্রতিনিধি ॥ আবারও বাড়তে পারে সাধারণ ছুটি। ঈদ পর্যন্ত যেতে পারে ছুটির মেয়াদ। তবে ছুটির কারণে অনেক কাজ আটকে থাকায় কিছুটা চাপে আছে সরকার। ছুটি বাড়ানোর বিষয়ে দু’এক দিনের মধ্যেই সিদ্ধান্ত আসবে। জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন জনকণ্ঠকে বলেন, ‘ছুটির বিষয়ে প্রধানমন্ত্রীই সিদ্ধান্ত নেন। এ বিষয়ে তিনি সিদ্ধান্ত দেবেন। তার সিদ্ধান্ত আমরা এখনও পাইনি। দু’একদিনের মধ্যেই এটি আমরা জানতে পারব। তখনই জানা যাবে ছুটির বিষয়ে কী সিদ্ধান্ত নিচ্ছে সরকার। তবে চারদিনের জন্য ঈদের আগে অফিস খোলার স্কোপ আছে বলে আমার মনে হয় না। এতে গণপরিবহনও ছাড়তে হবে। আগামী ২-১ দিনের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। দেশে চলমান লকডাউনের মধ্যেও পরিস্থিতি অনেকটা ‘স্বাভাবিক’ অবস্থায় ফিরে আসায় অফিস আদালত বন্ধ রাখার প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন উঠেছে। সীমিত পরিষরে খোলার নামে সবকিছু যদি চলতে পারে তা হলে সরকারী অফিস আদালতও খোলা রাখা যেতে পারে। এতে আটকে থাকা সাধারণ মানুষের কাজকর্মও চলমান হবে। তবে সরকারী কর্মকর্তারা বলছেন, অফিস খুললে ঈদের আগে আর মাত্র চার কর্মদিবস পাবে। অনেকে ঢাকার বাইরে অবস্থান করছেন। ঢাকায় আসা তাদের জন্য বিড়ম্বনা হবে। টানা ৫২ দিন সরকারী ছুটিতে অনেক গুরুত্বপূর্ণ কাজ আটকে রয়েছে। সিদ্ধান্তের অপেক্ষায় আটকে আছে সরকারী-বেসরকারী পর্যায়ের অনেক সিদ্ধান্ত। তাই সবকিছুই যখন প্রায় স্বাভাবিক হয়ে এসেছে, সেখানে সরকারী অফিস খোলার ব্যাপারে স্বাভাবিকভাবেই নানা দিক থেকে চাপ সৃষ্টি হয়েছে। জানা গেছে, করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে চলমান সাধারণ ছুটি আরও চারদিন বাড়তে পারে। আগামী ১৭ থেকে ২৬ মে পর্যন্ত অর্থাৎ ঈদ পর্যন্ত ছুটি বাড়ানোর ঘোষণা আসতে পারে। করোনার কারণে সরকার প্রথমে ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত ছুটি ঘোষণা করে। পরে আরও পাঁচ দফা তথা মোট ছয় দফা ছুটি বাড়িয়ে ১৬ মে পর্যন্ত করা হয়। জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করে বলেন, করোনাভাইরাস (সংক্রমণ) পরিস্থিতি যা, তাতে ছুটি আরও বাড়বে-এটাই স্বাভাবিক। তিনি আরও বলেন, ১৬ মে ও ঈদের ছুটির মাঝখানে কর্মদিবস মাত্র চারটি- ৭, ১৮, ১৯, ২০ মে। তিনি বলেন, ২১ মে শবে কদরের ছুটি। এরপর ২২ ও ২৩ মে সাপ্তাহিক ছুটি। আবার ২৪ মে থেকে শুরু ঈদের ছুটি। ২৫ ও ২৬ মে’ও (সোম ও মঙ্গলবার) ঈদের ছুটি থাকবে। সরকারী ছুটির তালিকায় এভাবেই নির্ধারিত আছে। তবে রমজান মাস ২৯ দিনে শেষ হলে ঈদের ছুটি থাকবে ২৩, ২৪ ও ২৫ মে (শনি, রবি ও সোম)। তাই এবারের ছুটি আগামী ২৬ মে পর্যন্ত বর্ধিত হতে পারে বলে মনে করছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তারা। তবে ১৬ মে’র পর ছুটি বাড়বে কি বাড়বে না কিংবা ছুটি বাড়লেও কতদিন বাড়বে সেটা প্রধানমন্ত্রীর ওপর নির্ভর করছে। ইতোমধ্যে জরুরী সেবা সংশ্লিষ্ট সরকারী অফিস সীমিত পরিসরে খুলে দেয়া হয়েছে। এছাড়া স্বাস্থ্যবিধি মানা সাপেক্ষে দোকান, শপিংমল, কারখানা, গার্মেন্টস ফ্যাক্টরিসহ অন্যান্য শিল্প ও ব্যবসা প্রতিষ্ঠান সীমিত আকারে খুলে দেয়া হয়েছে। তবে বন্ধ রয়েছে গণপরিবহন। এর আগের ছুটি বাড়ানোর নির্দেশনায় বলা হয়েছিল, ঈদের সময়ে আন্তঃজেলা পরিবহন বা দূরপাল্লার কোন যানবাহন চলাচল করবে না। এছাড়া ঈদের ছুটিতে সরকারী কর্মকর্তা-কর্মচারীদের কর্মস্থলে থাকার নির্দেশনা দেয়া হয়েছে।
×