ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

করোনায় মৃত্যু বেড়ে ২ লাখ ৯০ হাজার

বিশ্বব্যাপী মৃত্যু ও আক্রান্ত কমে আসছে, ধীরে ধীরে চালু হচ্ছে সব

প্রকাশিত: ২২:৫৪, ১৩ মে ২০২০

বিশ্বব্যাপী মৃত্যু ও আক্রান্ত কমে আসছে, ধীরে ধীরে চালু হচ্ছে সব

জনকণ্ঠ ডেস্ক ॥ করোনাভাইরাসের প্রকোপে বিশ্বব্যাপী মৃত্যু ও আক্রান্তের সংখ্যা কমতে থাকায় ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে জীবন ও জীবিকা। এরই মধ্যে বিভিন্ন দেশ শিখিল করতে আরম্ভ করেছে লকডাউনও। দেশে দেশে লকডাউন শিথিল হতে শুরু করায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা ওইসব দেশের প্রতি আরও সতর্ক হয়ে তা করার আহ্বান জানিয়েছে। এদিকে ওয়ার্ল্ডোমিটার্সের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বজুড়ে ভাইরাসের কারণে আক্রান্ত হয়ে এ পর্যন্ত মৃত্যু হয়েছে ২ লাখ ৯০ হাজার ৫৯৭ জনের। আক্রান্ত হয়েছেন ৪৩ লাখ ১১ হাজার ৯১৪ জন। আর সুস্থ হয়ে উঠেছেন ১৫ লাখ ৬৭ হাজার ১৪১ জন। খবর সিএনএন, বিসিসি, রয়টার্স, এনডিটিভি, ফক্সনিউজ, আরটি, টাইমস অব ইন্ডিয়া, আলজাজিরা, পার্সটুডে, সিনহুয়া ও দ্য টেলিগ্রাফের। ৯৭ লাখ টেস্ট করাল যুক্তরাষ্ট্র ॥ মহামারী করোনাভাইরাসে নাকাল মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটিতে বাংলাদেশ সময় মঙ্গলবার ভোর পর্যন্ত আক্রান্ত হয়েছে বিশ্বের মধ্যে সর্বোচ্চ ১৩ লাখ ৮৫ হাজার ২৬২ জন। মারা গেছে সর্বোচ্চ ৮১ হাজার ৭৫৯ জন। দেশটিতে ১৩ লাখ ৮৫ হাজার ২৬২ জন করোনা রোগী শনাক্ত করতে এ পর্যন্ত বিশ্বের ক্ষমতাধর দেশটি ৯৭ লাখ ১১ হাজার ৯৪৭ জন নাগরিকের টেস্ট করিয়েছে। যা বিশ্বের মধ্যে সর্বোচ্চ। ধীরে ধীরে চালু হচ্ছে সব ॥ স্পেনের কিছু অংশে কড়াকড়ি তুলে নেয়া হয়েছে। সেখানে দোকানপাট এবং রেস্তরাঁ পুনরায় চালুর অনুমতি দেয়া হয়েছে। রেস্তরাঁর বাইরে বসার ব্যবস্থা করা হয়েছে এবং সেভাবেই সবাইকে সেবা দেয়া হচ্ছে। ফ্রান্সেও লকডাউন শিথিল করা হয়েছে। সোমবার লকডাউন শিথিলের প্রথমদিনই লোকজনকে সিন নদীর তীরে সমবেত হতে দেখা গেছে। সেখানে বসে তারা সময় কাটিয়েছেন, খাবার ভাগাভাগি করে খেয়েছেন। প্রায় দুমাস পর সেখানে লকডাউন শিথিল করা হলো। দোকানপাট খুলে দেয়ায় প্যারিসে মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। দক্ষিণ কোরিয়ায়ও কড়াকড়ি শিথিল করা হয়েছে। ফলে লোকজন কাজে ফিরতে শুরু করেছে। লকডাউন শিথিল করে দোকানপাট খুলেছে তুরস্কেও। ব্রিটেনে মহামারী পর্যায়ে নেই- অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ॥ ব্রিটেনে করোনাভাইরাস মহামারী পর্যায়ে নেই, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞরা বলছেন এ কথা। নতুন পরিসংখ্যানে দেখা গেছে, বর্তমান জনসংখ্যার খুব অল্পসংখ্যক লোক করোনায় সংক্রমিত হয়েছে। দ্য অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিস্টিক্সের (ওএনএস) সর্বশেষ তথ্য থেকে জানা যায়, প্রাপ্তবয়স্কদের কেবল ০.২৪ শতাংশের সর্বোচ্চ ১ লাখ ৩৬ হাজার এই ভাইরাস রয়েছে। রয়েল কলেজের জিপির করা আলাদা অনুসন্ধানে এ সংখ্যা আরও কম হতে পারে দেখা গেছে। ইরানে খুলল মসজিদ ॥ করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে আরোপ করা বিধিনিষেধ শিথিলের অংশ হিসেবে প্রায় দুই মাস পর ইরানে সব মসজিদ খুলছে মঙ্গলবার থেকে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে সব মসজিদ খোলার সিদ্ধান্ত নেয়া হয়েছে জানালেন ইসলামিক ডেভেলপমেন্ট অরগানাইজেশনের পরিচালক মোহাম্মদ কউমি। ইরানের কয়েকটি অঞ্চলে সংক্রমণ আবার নতুন করে শুরু হলেও সব মসজিদ খুলছে। ভারতে আক্রান্ত ৭০ হাজার ছাড়াল ॥ ভারতে করোনায় আক্রান্তের সংখ্যা তিনদিনের ব্যবধানে ছাড়িয়ে গেল ৭০ হাজার। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে, দেশটিতে কোভিড-১৯ রোগ হয়েছে মোট ৭০ হাজার ৭৫৬ জনের। সরকারী হিসাব অনুযায়ী, ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে ৩ হাজার ৬০৪ জনের দেহে করোনাভাইরাস পাওয়া গেছে। নতুন করে প্রাণহানি হয়েছে ৮৭ জনের। তাতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ২৯৩ জন। সতর্ক হওয়ার পরামর্শ ডব্লিউএইচওর ॥ কোন কোন দেশে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা কমে আসার বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। ওইসব দেশে শিথিল করা হয়েছে লকডাউন। তবে ডব্লিউএইচও বলছে, পুনরায় সংক্রমণ ঠেকাতে লকডাউন শিথিলের আগে থেকেই চরম সতর্ক অবস্থান নেয়ার কোন বিকল্প নেই। জেনেভায় অনলাইন সংবাদ সম্মেলনে জাতিসংঘের স্বাস্থ্য সংস্থাটির পক্ষ থেকে এ কথা বলা হয়েছে। ইন্দোনেশিয়ায় ‘চালের এটিএম’ চালু ॥ করোনাভাইরাস মহামারীতে নিম্ন আয়ের মানুষের জন্য ইন্দোনেশিয়া সরকার চালু করেছে ‘চালের এটিএম’। খাবারের জন্য সংগ্রাম করে যাচ্ছেন, এমন মানুষই এই ভেন্ডিং মেশিন থেকে চাল পাবেন। ভাল মানের চালে পরিপূর্ণ মেশিনটি। চালাতে হয় ম্যাগনেটিক কার্ড দিয়ে। জাকার্তার সামরিক ক্যাম্পে চাল বণ্টন পর্যবেক্ষণ করা সামরিক কর্মকর্তা ইব্রাহিম বলেছেন, ‘প্রত্যেক দিন আমরা ১ হাজার বাসিন্দার জন্য দেড় টন (চাল) প্রস্তুত রাখি। প্রতিদিন আমরা নিরলস এই কাজ করে যাচ্ছি, এমনকি সাপ্তাহিক ছুটির দিনেও। আমরা থামব না।’ রাশিয়ায় অগ্নিকাণ্ডে ৫ করোনা রোগীর মৃত্যু ॥ রাশিয়ার একটি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) আগুন লেগে কোভিড-১৯ আক্রান্ত পাঁচ রোগীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সেইন্ট পিটার্সবার্গের একটি হাসপাতালে এ ঘটনা ঘটে। একটি ওভারলোডেড ভেন্টিলেটর থেকে আগুনের সূত্রপাত হয়।
×