ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

মোট মৃত্যু ২৫০

২৪ ঘণ্টায় ৯৬৯ করোনা রোগী শনাক্ত, মারা গেছেন ১১ জন

প্রকাশিত: ২২:৫১, ১৩ মে ২০২০

২৪ ঘণ্টায় ৯৬৯ করোনা রোগী শনাক্ত, মারা গেছেন ১১ জন

স্টাফ রিপোর্টার ॥ গত ২৪ ঘণ্টায় করোনা রোগী শনাক্ত হয়েছেন ৯৬৯ জন এবং মারা গেছেন ১১ জন। এ নিয়ে করোনায় মোট মৃতের সংখ্যা ২৫০ জন ও মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৬ হাজার ৬৬০ জনে। গত ২৪ ঘণ্টার ৬৭৭৩টিসহ এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ১ লাখ ৩৬ হাজার ৬৩৮টি। গত ২৪ ঘণ্টায় সুস্থ হওয়া ২৪৫ জনসহ এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩১৪৭ জন। দেশে পরীক্ষিত নমুনা সংখ্যার বিবেচনায় গত ২৪ ঘণ্টায় করোনা রোগী শনাক্তের হার ১৪ শতাংশ। মঙ্গলবার দুপুরে কোভিড-১৯ সম্পর্কিত সার্বিক পরিস্থিতি জানাতে স্বাস্থ্য অধিদফতর আয়োজিত নিয়মিত ব্রিফিংয়ে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা। তিনি জানান, গত ২৪ ঘণ্টায় করোনায় মারা যাওয়া ১১ জনের মধ্যে সাত জন পুরুষ ও চার জন নারী। এর মধ্যে ঢাকা মহানগরীতে পাঁচ জন, নারায়ণগঞ্জে দুজন, নরসিংদীতে একজন, চট্টগ্রাম বিভাগে দুজন এবং সিলেট বিভাগে একজন রয়েছেন। বয়স বিশ্লেষণে দেখা যায় যায়, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে তিন জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে পাঁচ জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে দুজন এবং ৮১ থেকে ৯০ বছরের মধ্যে একজন রয়েছেন। অতিরিক্ত মহাপরিচালক জানান, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে রাখা হয়েছে ১৫২ জনকে। বর্তমানে আইসোলেশনে আছেন দুই হাজার ৩৬১ জন। ২৪ ঘণ্টায় আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ৬৭ জন, এখন পর্যন্ত ছাড় পেয়েছেন এক হাজার ২৫৬ জন। গত ২৪ ঘণ্টায় প্রাতিষ্ঠানিক ও হোম কোয়ারেন্টাইন মিলে কোয়ারেন্টাইনন করা হয়েছে এক হাজার ৬৬৬ জনকে। এখন পর্যন্ত দুই লাখ ২৫ হাজার ৮৪ জনকে কোয়ারেন্টাইন করা হয়েছে। কোয়ারেন্টাইন থেকে গত ২৪ ঘণ্টায় ছাড় পেয়েছেন তিন হাজার ৬৫ জন। এখন পর্যন্ত কোয়ারেন্টাইন থেকে মোট ছাড় পেয়েছেন এক লাখ ৭৯ হাজার ৬৯৯ জন। বর্তমানে মোট কোয়ারেন্টাইনে আছেন ৪৫ হাজার ৩৮৫ জন। প্রায় চার লাখ পিপিই মজুদ রয়েছেÑ স্বাস্থ্য অধিদফতর ॥ স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডাঃ আবুল কালাম আজাদ জানান, এ পর্যন্ত সংগ্রহ করা হয়েছে ২১ লাখ ৩২ হাজার ৩২৫টি পিপিই এবং বিতরণ করা হয়েছে ১৭ লাখ ৪৩ হাজার ৯২৬টি। বর্তমানে মজুদ রয়েছে ৩ লাখ ৩৮ হাজার ৩৯৯টি পিপিই। করোনা সংক্রান্ত কলের বিষয়ে তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় স্বাস্থ্য বাতায়নের নম্বরে ৪৬ হাজার ৯৩৮টি, ৩৩৩ নম্বরে ৮৬ হাজার ৫৬টি এবং আইইডিসিআর’র নম্বরে ২৫০১টি করোনা সংক্রান্ত কল এসেছে। অর্থাৎ গত ২৪ ঘণ্টায় মোট কল এসেছে ১ লাখ ৩৫ হাজার ৪৯৫টি। এ পর্যন্ত হটলাইনগুলোতে করোনা সংক্রান্ত মোট কল এসেছে ৪৭ লাখ ৯৩ হাজার ৫১২টি। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২৫২ জন Ñস্বাস্থ্য অধিদফতর ॥ স্বাস্থ্য অধিদফতরের সমন্বিত করোনা নিয়ন্ত্রণ কেন্দ্র জানায়, গত ২৪ ঘণ্টায় বাংলাদেশ কুয়েত মৈত্রী হাসপাতালে ৬, কুর্মিটোল জেনারেল হাসপাতালে ১৪ জন, রাজারবাগ পুলিশ হাসপাতালে ৫৯ জন, মিরপুর লালকুঠি হাসপাতালে ২ জন, মুগদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ২০ করোনা রোগী সুস্থ হয়েছেন। এভাবে ঢাকা বিভাগে ৮৭ জন, চট্টগ্রাম বিভাগে ১৫ জন, রাজশাহী বিভাগে ১ জন, খুলনা বিভাগে ৮ জন, বরিশাল বিভাগে ৬, সিলেট বিভগে ৬ জন, ময়মনসিংহ বিভাগে ৭ জন, রংপুর বিভাগে ৫ জন এবং সিএমএইচ হাসপাতালে ১৬ জন সুস্থ হয়েছেন। অর্থাৎ একদিনে সারাদেশে ২৫২ জন করোনা রোগী সুস্থ হয়েছেন। এ পর্যন্ত মোট ২৯০২ জন সুস্থ হয়েছেন বলে জানান ডাঃ নাসিমা সুলতানা। ৩৬টি ল্যাবে নমুনা পরীক্ষা চলছে Ñ মহাপরিচালক ॥ স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক ডাঃ আবুল কালাম আজাদ জানান, গত ২৪ ঘণ্টায় ঢাকায় আর্মড ফোর্সেস ইনস্টিটিউট অব প্যাথলজিতে ২৩৫টি, সিএমএইচ (যশোর, চট্টগ্রাম, বগুড়া, রংপুর) ল্যাবে ৮২টি, বিএসএমএমইউ ল্যাবে ৪৩৩টি, চাইল্ড হেলথ রিসার্চ ফাউন্ডেশন ও ঢাকা শিশু হাসপাতালে ১০৯টি, ঢাকা মেডিক্যাল কলেজে ১৮৬টি, আইসিডিডিআর’বি ল্যাবে ৪৯৫টি, আইদেশী ল্যাবে ১৭১, আইপিএইচ ল্যাবে ৬৫৮টি, আইইডিসিআর ল্যাবে ৩০৪টি, ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন ল্যাবে ৭৪৮টি, বাংলাদেশ প্রাণিসম্পদ ইনস্টিটিউটে ৯০টি, জাতীয় প্রতিষেধক ও সামাজিক চিকিৎসা প্রতিষ্ঠানে ৫৫১টি, স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজে ৭৯টি, কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ৪৯টি, ঢাকা বিশ^বিদ্যালয়ের ল্যাবে ২৭৯টি , কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ১৫৪টি, এভারকেয়ার হাসপাতালে ৩৩টি এবং ঢাকার স্কয়ার হাসপাতালে ৮৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এভাবে গত ২৪ ঘণ্টায় ঢাকার মধ্যে ৪৭৪৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে। আর ঢাকার বাইরে ফরিদপুর মেডিক্যাল কলেজে ১৬৮টি, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিকস এ্যান্ড ইনফরমেশন ডিজিজেস ল্যাবে ২১৭টি, কক্সবাজার মেডিক্যাল কলেজে ১২৫টি, ময়মনসিংহ মেডিক্যাল কলেজে ২৮২টি, রাজশাহী মেডিক্যাল কলেজে ১৭০টি, রংপুর মেডিক্যাল কলেজে ১৮৮টি, শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজে ১২৩টি, সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজে ১৮৭টি, শেরে বাংলা মেডিক্যাল কলেজে ৯৪ টি, দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজে ১৮৮টি, কুমিল্লা মেডিক্যাল কলেজে ৬৯টি, খুলনা মেডিক্যাল কলেজে ১৭২টি, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ে ৬৫টি, চট্টগ্রাম ভেটেরিনারি ও এমিন্যান্স সায়েন্স বিশ^বিদ্যালয়ে ৯৩টি, নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালে ৯৪টি এবং গাজী কোভিড-১৯ পিসিআর ল্যাবে ১৬৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে। আর ২৪ ঘণ্টায় ঢাকার বাইরে মোট ২৪৬৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে। অর্থাৎ গত ২৪ ঘণ্টায় ঢাকার ভেতরে ও বাইরে মোট ৭২০৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। ৬০ বছরের বেশি বয়সী রোগীর মৃত্যুহার বেশি ॥ স্বাস্থ্য অধিদফতর জানায়, এ পর্যন্ত করোনায় মারা যাওয়া রোগীদের বয়স বিশ্লেষণে দেখা গেছে, ৬০ বছরের বেশি ৪২ শতাংশ, ৫১ থেকে ৬০ বছরের ২৭ শতাংশ, ৪১ থেকে ৫০ বছরের ১৯ শতাংশ, ৩১ থেকে ৪০ বছরের ৭ শতাংশ, ২১ থেকে ২৯ বছরের ৩ শতাংশ এবং ১০ বছরের নিচে বয়সীরা ২ শতাংশ। এখন পর্যন্ত ১১ থেকে ২০ বছর বয়সী রোগীর মধ্যে কেউ মারা যাননি।
×