ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

নেত্রকোনায় ইউএনও ওসিসহ ১১, চট্টগ্রামে এক পরিবারের ৯ জন করোনা আক্রান্ত

প্রকাশিত: ২২:৪৬, ১৩ মে ২০২০

নেত্রকোনায় ইউএনও ওসিসহ ১১, চট্টগ্রামে এক পরিবারের ৯ জন করোনা আক্রান্ত

জনকণ্ঠ ডেস্ক ॥ দিন দিন বাড়ছে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা। করোনার প্রকোপ কমার কোন লক্ষণ দেখা যাচ্ছে না। চট্টগ্রামের পটিয়ায় একদিনে সর্বোচ্চ ১১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে নয় জনই এক পরিবারের। নেত্রকোনায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও), থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) ১১ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। চট্টগ্রাম জেলায় ৬৫ জন করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এদের মধ্যে ২ শিশু, ২ ডাক্তার, একজন পুলিশ সদস্য। বরিশালে এক পরিবারের চার সদস্যসহ পাঁচজনের করোনা ধরা পড়েছে। তারা শেবাচিম হাসপাতালে করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন এক সেবিকার ছেলে-মেয়ে ও শ্বশুর-শাশুড়ি। এছাড়া নারায়ণগঞ্জে নতুন করে ৪৭ জন, চুয়াডাঙ্গায় জেলা হিসাবরক্ষণ অফিসের স্টাফসহ পাঁচ, রংপুরে চার, জয়পুরহাটে ২৩, বগুড়ায় দুই, চাঁপাইনবাবগঞ্জে এক, গাজীপুরে এক পোশাক কর্মী, ঝালকাঠিতে এক, মুন্সীগঞ্জে আয়া ও নার্সের স্বামীসহ ২৪ ও বাগেরহাটে গার্মেন্টসকর্মী দম্পতি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। এদিকে মানিকগঞ্জের সাটুরিয়ায় করোনা আক্রান্তের পর পালিয়ে যাওয়া ব্যক্তির সন্ধান মিলেছে। তাকে সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। আর করোনা জয় করেছেন মুন্সীগঞ্জ পল্লী বিদ্যুত সমিতির জিএম এএইচ এম মোবারক উল্লাহ (৫৬)। তার পরপর দুটি ফলোআপ রিপোর্ট নেগেটিভ এসেছে। করোনা থেকে এখন পর্যন্ত মুক্ত রয়েছে কুতুবদিয়া। গাইবান্ধায় করোনা আক্রান্ত সন্দেহে ১৯ জনকে হোম কোয়ারেন্টাইন করা হয়েছে। আর যশোরে একদিনে ছাড়পত্র পেয়েছেন ২১ জন। সোমবার রাত ও মঙ্গলবার করোনা সংশ্লিষ্ট এসব তথ্য জানা গেছে। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের। চট্টগ্রাম ॥ করোনা সন্দেহে একজনসহ দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। নগরীর চকবাজারে ৬৫ বছর বয়সী মৃত এক পুরুষের নমুনায় করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এছাড়া সোমবার শ^াসকষ্ট নিয়ে ব্যাংকার জামশেদ হায়দার চৌধুরী মারা গেছেন। তিনি এনসিসি ব্যাংকের আগ্রাবাদ শাখার এবিপি ছিলেন। আট ভবন লকডাউন ॥ সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর ছেলে বোরহানুল হাসান সালেহীন করোনায় আক্রান্ত হওয়ার পর চশমা হিলস্থ তাদের বাড়িসহ আটটি ভবন লকডাউন করা হয়েছে।
×