ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

দেহে আঘাতের চিহ্ন

গাজীপুরে প্রকৌশলী খুন, জঙ্গল থেকে লাশ উদ্ধার

প্রকাশিত: ২২:৪২, ১৩ মে ২০২০

গাজীপুরে প্রকৌশলী খুন, জঙ্গল থেকে লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর তুরাগে ঝোপঝাড় থেকে নিখোঁজ হওয়া গাজীপুর সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী দেলোয়ার হোসেনের (৫০) লাশ উদ্ধার হয়েছে। পুলিশ জানায়, নিহতের মাথায়, গলায়, পিঠেসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, তাকে বাসা থেকে ডেকে নিয়ে অপহরণে পর পিটিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। এদিকে ২৪ ঘণ্টার পার হলেও পুলিশ হত্যাকা-ের কোন ক্লু উদ্ধার করতে পারেনি। তবে পুলিশ জানায়, আশপাশে ভিডিও ফুটেজ দেখে হত্যাকারীদের গ্রেফতারের চেষ্টা চলছে। তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল মোত্তাকীন জনকণ্ঠকে জানান, সোমবার সকাল ৯টার দিকে দেলোয়ার হোসেন মিরপুর ২ নম্বর সেক্টরের বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন। তারপর তার আর কোন খোঁজ পায়নি পরিবার। এলাকাবাসীর কাছে খবর পেয়ে সোমবার বিকেলে ঢাকার উত্তরার ১৭ নম্বর সেক্টরের ৫ নম্বর সেতুর পশ্চিম দিকে ৮ নম্বর রোডে পাশে একটি জঙ্গলে দেলোয়ারের লাশ পড়েছিল। প্রথমে তাকে অজ্ঞাত পরিচয় হিসেবে তুরাগ থানা পুলিশ উদ্ধার করে। পরে সারা রাত অনুসন্ধান করে তার পরিচয় শনাক্ত করা হয়। পরে রাতে তার স্বজনরা গিয়ে লাশ শনাক্ত করেন। তবে খুনী সম্পর্কে পুলিশ কিছু বলতে পারেনি। তবে আশপাশের ভিডিও ফুটেজ ও লোকজনের সঙ্গে কথা বলে হত্যাকারীদের গ্রেফতারের চেষ্টা চলছে। তবে এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি বলে ওসি নুরুল মোত্তাকীন জানান। তিনি জানান, নিহত দেলোয়ার হোসেন গাজীপুর সিটি কর্পোরেশনের (অঞ্চল-৭) কোনাবাড়ী আঞ্চলিক নির্বাহী প্রকৌশলী ছিলেন। নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার আলাইয়াপুর এলাকার সোলায়মানের ছেলে তিনি। ওসি জানান, তাকে কোন ভারী বস্তু দিয়ে মাথায় ও গলায় আঘাত করে হত্যা করা হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পিঠে ও শরীর বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় নিহত দেলোয়ারের স্ত্রী খোদেজা আক্তার তুরাগ থানায় হত্যা মামলা দায়ের করেছেন। পরে তার লাশের ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে। তবে কি কারণে তাকে হত্যা করা হয়েছে। তার পরিবারের কেউ বলতে পারেনি। এদিকে মঙ্গলবার সকালে প্রকৌশলী দেলোয়ারের মৃত্যুর সংবাদ পান গাজীপুরের লোকজন। গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসরাম জনকণ্ঠকে জানান, সোমবার সকালে প্রকৌশলী দেলোয়ার হোসেন গাজীপুরে অফিস করার উদ্দেশে ঢাকার বাসা থেকে রওনা হন। বাসা থেকে বের হওয়ার পর থেকেই তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। পরে সোমবার রাতে তুরাগের থানার বেড়িবাঁধ এলাকার ঝোপঝাড় থেকে তার লাশ উদ্ধার করা হয়। পরে ফিঙ্গার প্রিন্ট নিয়ে পরীক্ষার পর তার পরিচয় শনাক্ত করা হয়। মঙ্গলবার সকালে তারা জানতে পারে। প্রকৌশলী দেলোয়ার হোসেন ২০১৩ সাল থেকে গাজীপুর সিটি কর্পোরেশনে কর্মরত ছিলেন। বিচার দাবি ॥ গাজীপুর সিটি কর্পোরেশনের (অঞ্চল-৪) নির্বাহী প্রকৌশলী দেলোয়ার হোসেনকে (৫০) হত্যায় জড়িতদের দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)। মঙ্গলবার অনলাইনে আইইবির ৬৯৪তম নির্বাহী কমিটির সভায় জড়িতদের দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার করে শাস্তির দাবি জানায়। একই সঙ্গে এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন আইইবির নির্বাহী কমিটি। সভায় আইইবির প্রেসিডেন্ট প্রকৌশলী মোঃ আবদুস সবুরের সভাপতিত্বে এবং সম্মানী সাধারণ সম্পাদক প্রকৌশলী খন্দকার মনজুর মোর্শেদের সঞ্চালনায় নির্বাহী কমিটির সদস্যরা এই দাবি জানান।
×