ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মির্জা ফখরুলের সাক্ষাত

সারাদেশে ত্রাণ বিতরণ জোরদারের নির্দেশ খালেদার

প্রকাশিত: ২২:৩৩, ১৩ মে ২০২০

সারাদেশে ত্রাণ বিতরণ জোরদারের নির্দেশ খালেদার

স্টাফ রিপোর্টার ॥ চলমান করোনা পরিস্থিতিতে দেশের অসহায় ও দরিদ্র মানুষের জন্য সারাদেশে ত্রাণ বিতরণ কার্যক্রম জোরদার করার নির্দেশ দিয়েছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর হোম কোয়ারেন্টাইনে থাকা দলের চেয়ারপার্সনের গুলশানের বাসা ফিরোজায় দেখা করতে গেলে তিনি দলের নেতাকর্মীদের প্রতি এ নির্দেশ দেন বলে জানা গেছে। অনেক চেষ্টার পর হোম কোয়ারেন্টাইন শুরুর ৪৭ দিন পর সোমবার রাতে গুলশানের বাসায় বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে যান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি তার শারীরিক অবস্থার খোঁজখবর নেয়ার পাশাপাশি দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে দেড় ঘণ্টা কথা বলেন খালেদা জিয়ার সঙ্গে। তবে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাতের বিষয়ে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেননি। সর্বশেষ ২৫ মার্চ বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া মুক্তি পাওয়ার পর গুলশানের বাসায় গিয়ে তার সঙ্গে দেখা করার সুযোগ পেয়েছিলেন দলের মহাসচিবসহ ক’জন সিনিয়র নেতা। তিনি হোম কোয়ারেন্টাইনে থাকায় এর পর অনেক চেষ্টা করেও আর কোন বিএনপি নেতা তার সঙ্গে সাক্ষাতের সুযোগ পাননি। তবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার সঙ্গে দেখা করতে বেশ ক’দিন ধরে চেষ্টা চালিয়ে আসছিলেন। অবশেষে ৪৭ দিন পর সোমবার রাত ৯টায় তিনি গুলশানের বাসায় গিয়ে সাক্ষাতের সুযোগ পান। রাত সাড়ে ১০টা পর্যন্ত তিনি খালেদা জিয়ার সঙ্গে করোনা পরিস্থিতিতে দলের ত্রাণ বিতরণ কার্যক্রমসহ বিভিন্ন বিষয়ে কথা বলেন। এ সময় খালেদা জিয়া নিজেদের সামর্থ্য অনুসারে সারাদেশের অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর নির্দেশ দেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। তবে বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে কিছু জানানো হয়নি। মুক্তি পাওয়ার একদিন পর অর্থাৎ ২৬ মার্চ থেকে গুলশানের বাসার দ্বিতীয় তলায় হোম কোয়ারেন্টাইন শুরু করেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। ব্যক্তিগত চিকিৎসকদের নিয়ে গঠিত মেডিক্যাল বোর্ডের পরামর্শে বাসায়ই অসুস্থ খালেদা জিয়ার চিকিৎসা চলে। অবশ্য ওষুধ সেবনসহ তাকে চিকিৎসা কাজে সার্বিক সহযোগিতা করার জন্য বাসায়ই একজন নার্স অবস্থান করছেন। এ ছাড়া লন্ডন থেকে তারেক রহমানের স্ত্রী ডাঃ জোবায়দা রহমান তার চিকিৎসার সার্বিক বিষয়টি তত্ত্বাবধায়ন করেন। লকডাউন শিথিল করে প্রধানমন্ত্রী ভুল পথে হাঁটছেন- রিজভী ॥ করোনা সংক্রমণ বৃদ্ধির মধ্যেই লকডাউন শিথিল করে প্রধানমন্ত্রী ভুল পথে হাঁটছেন বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মঙ্গলবার সকালে রাজধানী সংলগ্ন রূপগঞ্জের তারাবো এলাকায় স্থানীয় পৌর বিএনপির সভাপতি আলহাজ নাসিরুদ্দিনের উদ্যোগে অসহায় ও দরিদ্রদের মাঝে ত্রাণ বিতরণের সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। রিজভী বলেন, দেশের করোনা সংক্রমণ প্রতিদিন বাড়ছে। কিন্তু সরকার করোনার ভয়াবহতা ঠেকাতে কার্যকর পদক্ষেপ না নিয়ে লকডাউন শিথিল করে দিয়েছে।
×