ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ইউজিসির সমন্বিত ভর্তি পরীক্ষা অনিশ্চিত

এসএসসির ফল ৩১ মে’র মধ্যে, জুনের প্রথম সপ্তাহে একাদশে ভর্তি

প্রকাশিত: ২২:৩১, ১৩ মে ২০২০

এসএসসির ফল ৩১ মে’র মধ্যে, জুনের প্রথম সপ্তাহে একাদশে ভর্তি

স্টাফ রিপোর্টার ॥ করোনার ছোবলে সঙ্কটে পড়া এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ ও একাদশ শ্রেণীর ভর্তির লক্ষ্য নির্ধারণ করেছে শিক্ষা বোর্ডগুলো। আগামী ৩১ মে’র মধ্যে এসএসসি ও সমমানের ফল ও ৭ মে থেকে অনলাইনে একাদশ শ্রেণীর ভর্তি কার্যক্রম শুরু করতে চায় শিক্ষা বোর্ড। তবে অফিস না খোলা পর্যন্ত এইচএসসি ও সমমানের পরীক্ষার দিনক্ষণ চূড়ান্ত করা সম্ভব হচ্ছে না। আবার এইচএসসির পরীক্ষা না হলে অনার্স প্রথম বর্ষের ভর্তির কোন উদ্যোগ নিতে পারছে না বিশ^বিদ্যালয়গুলো। কেবল তাই নয়, হঠাৎ করোনার ছোবলে অনিশ্চিত হয়ে পড়েছে পাবলিক বিশ^বিদ্যালয়ের জন্য বিশ^বিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সমন্বিত ভর্তি পরীক্ষার ভবিষ্যত। শিক্ষা বোর্ড ও ইউজিসির কর্মকর্তারা সঙ্কটের চিত্র তুলে ধরে বলছেন, শিক্ষার একেক স্তরের পরীক্ষা ও ফলের ওপর নির্ভর করে পরবর্তী স্তরের কার্যক্রম। ফলে একটি বন্ধ থাকলে পরবর্তী স্তরের কাজও বন্ধ হয়ে যায়। এখনও তাই হয়েছে। তবে করোনার কারণে বন্ধ হওয়ার আগেই যেহেতু এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের ৭৫ থেকে ৮০ শতাংশ কাজ শেষ হওয়ায় এখন বাকি কাজ শেষ করার উদ্যোগ নেয়া হয়েছে। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব কমিটির প্রধান ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মু. জিয়াউল হক জনকণ্ঠকে বলেছেন, আমরা আগেই বলেছি ছুটির আগে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের কাজ আমরা অনেকাংশেই শেষ করেছিলাম। তবে পরিবহনবন্ধসহ বিভিন্ন কারণে ওএমআর শিট আমরা সংগ্রহ করতে পারিনি। গত কয়েকদিনে আমরা তাও হাতে পেয়েছি। এখন কাজ কেবল শিক্ষা বোর্ডেই। অধ্যাপক মু. জিয়াউল হক বলেন, সাধারণ ছুটি ঘোষণার পর প্রধান পরীক্ষকরা ওএমআর শিট নিয়ে বোর্ডে আসতে পারছিলেন না। এতে ফল প্রকাশের কাজ আটকে ছিল। তবে পোস্ট অফিসগুলো খোলার পর ওএমআর শিট ডাকযোগে পাঠাতে নির্দেশ দেই। ওএমআর বোর্ডে চলে এসেছে। এগুলো স্ক্যান করার কাজ চলছে। তাহলে কবে নাগাদ ফল প্রকাশ করা সম্ভব হবে? এমন প্রশ্নে চেয়ারম্যান বলেন, এখন পর্যন্ত দিনক্ষণ নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে আমরা চলতি মাসের মধ্যে ফল প্রকাশ করতে কাজ করছি। তবে ঈদের আগে সম্ভব হয়তো হবে না। সেজন্য আমরা চাই চলতি মাসের মধ্যে। আশাকরি চলতি মাসের মধ্যেই ফল প্রকাশ করতে পারব। যদি তা সম্ভব হয় তাহলে আগামী মাসের প্রথম সপ্তাহেই আমরা একাদশ শ্রেণীতে অনলাইনে ভর্তি কার্যক্রম তা শুরু করতে পারব। আসলে এখনই হয়তো কিছুই নিশ্চিত করে বলা যায় না। তবে যেদিনই ফল প্রকাশ হচ্ছে তার পরের এক সপ্তাহের মাথাতেই একাদশ শ্রেণীর ভর্তি শুরু করার একটা টার্গেট আমরা নির্ধারণ করেছি। শিক্ষা বোর্ডগুলো জানিয়েছে, এবার ফল প্রকাশের অন্যান্য বছরের মতো ব্যাপক কোন আনুষ্ঠানিকতা থাকবে না। এমনকি শিক্ষা মন্ত্রণালয়ে ঘটা করে যে সংবাদ সম্মেলন করে তা-ও করা হবে না। শিক্ষার্থীদের ফল জানতে হবে মূলত এসএমএস এবং শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটের মাধ্যমে। ফল প্রকাশের আগেই শিক্ষার্থীদের এসএমএসের মাধ্যমে রেজিস্ট্রেশন করারও সুযোগ থাকবে। এই রেজিস্ট্রেশন যারা করে রাখবে, তাদের মোবাইলে ফল প্রকাশের পরপর স্বয়ংক্রিয়ভাবে ফলাফল পৌঁছে যাবে। শিক্ষা বোর্ডগুলো যে টার্গেট নির্ধারণ করেছে সে অনুসারে, ৬ বা ৭ জুন থেকে শুরু হবে অনলাইনে একাদশ শ্রেণীর ভর্তি কার্যক্রম। ২৪ জুলাই পর্যন্ত চলবে এ কার্যক্রম। প্রথম ধাপের ভর্তি আবেদন ১৬ জুন পর্যন্ত গ্রহণ করা হবে। ২৩ থেকে ২৭ জুন যাচাই-বাছাই, আপত্তি ও নিষ্পত্তি কার্যক্রম চলবে। ৫ জুলাই প্রথম ধাপের ফল প্রকাশ করা হবে। দ্বিতীয় ধাপের আবেদন ১৪ জুলাই শুরু হয়ে চলবে ১৭ জুলাই পর্যন্ত। তৃতীয় ধাপের আবেদন ২২ জুলাই শুরু হয়ে চলবে ২৪ জুলাই পর্যন্ত। আন্তঃশিক্ষা বোর্ড প্রধান [জঞঋ নড়ড়শসধৎশ ংঃধৎঃ: }থঐষশ৪০১৯৩০৭৬অধ্যাপক জিয়াউল হক বলছিলেন[জঞঋ নড়ড়শসধৎশ বহফ: }থঐষশ৪০১৯৩০৭৬, আসলে আমরা কিছু পরিকল্পনা গ্রহণ করেছি। তা পরিস্থিতির ওপর নির্ভর করে। পরিস্থিতির ওপর নির্ভর করে তা সম্ভব হবে। আপাতত আমরা চলতি মাসের মধ্যে এসএসসির ফল প্রকাশ করতে চাই।
×