ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

হুইল চেয়ার বিতরণ

প্রকাশিত: ২৩:৩৮, ১২ মে ২০২০

হুইল চেয়ার বিতরণ

নিজস্ব সংবাদদাতা, দাউদকান্দি, ১১ মে ॥ শারীরিক প্রতিবন্ধীই ওদের প্রধান প্রতিবন্ধকতা। বিদ্যালয়ে ভর্তি হলেও নিয়মিত যেতে পারে না। কিন্তু লেখাপড়ার অদম্য ইচ্ছে তাদের। আর এ সকল শিক্ষার্থীদের কথা চিন্তা করে, শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে দাউদকান্দি উপজেলার ৬টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৮ প্রতিবন্ধী শিক্ষার্থীকে হুইল চেয়ার বিতরণ করেন, দাউদকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজর (অব) মোহাম্মদ আলী সুমন। দাউদকান্দি উপজেলা শিক্ষা অফিসার মোঃ নুরুল ইসলাম, সোমবার সকালে বিভিন্ন বিদ্যালয়ে ঘুরে ও বাড়িতে গিয়ে শিক্ষার্থীদের হাতে পৌঁছে দেন এ হুইল চেয়ার। হুইল চেয়ার সুবিধাভোগীরা হচ্ছে উপজেলার কুশিয়ারা ঈদগাহ সরকারী বিদ্যালয়ের ১ জন, সুন্দলপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩ জন, মুদাফরদি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ১ জন, নৈয়াইর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ১ জন, তালেরছেও পূর্ব সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ১ জন ও বাহেরচর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ১ জন শিক্ষার্থীকে হুইল চেয়ার বিতরণ করা হয়। প্রতিবন্ধীদের খাদ্য সহায়তা স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া ॥ ভিন্ন ধরনের খাদ্য সহায়তা পেল ব্রাহ্মণবাড়িয়ার ১শ’ প্রতিবন্ধী। করোনা সঙ্কট মোকাবেলায় ব্রাহ্মণবাড়িয়ার প্রতিবন্দীদের দেয়া হয়েছে মোরগ, চাল, ডাল, তেল, আটাসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্য সহায়তা। সোমবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার ৪নং ওয়ার্ড কাউন্সিলর মিজান আনসারীর ব্যক্তিগত উদ্যোগে শহরের পূর্ব পাইকপাড়া হুমায়ুন কবির সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে সামাজিক দূরুত্ব বজায় রেখে এই খাদ্য সহায়তা পৌঁছে দেন পৌর মেয়র নায়ার কবির। এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি তাজ মোঃ ইয়াছিন, সাধারণ সম্পাদক আল মামুন সরকার, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পি, সাংবাদিক রিয়াজউদ্দিন জামি, পীযূষ কান্তি আচার্য্য প্রমুখ।
×