ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

রাজশাহীর সেই যুবকের করোনা রিপোর্ট নেগেটিভ

প্রকাশিত: ২৩:৩৮, ১২ মে ২০২০

রাজশাহীর সেই যুবকের করোনা রিপোর্ট নেগেটিভ

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ লকডাউন চলা অবস্থায় ঢাকা থেকে পালিয়ে এসে নিজেকে কোভিড-১৯ রোগী দাবি করেছিলেন রাজশাহীর গোদাগাড়ী উপজেলার এক যুবক। এ নিয়ে এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। এরপর তাকে করোনার সন্দেহভাজন রোগীদের জন্য নির্ধারিত রাজশাহীর খ্রিস্টিয়ান মিশন হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু এখানে তার নমুনা পরীক্ষায় রিপোর্ট এসেছে নেগেটিভ। তাই তাকে ছুটি দেয়া হয়েছে। রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের উপপরিচালক সোমবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, গত শনিবার রাজশাহী মেডিক্যাল কলেজের ল্যাবে তার নমুনা পরীক্ষা করা হয় এবং রিপোর্ট আসে নেগেটিভ। ঢাকার একটি তৈরি পোশাক কারখানায় কাজ করা ওই শ্রমিকের বাড়ি রাজশাহীর গোদাগাড়ী উপজেলার দেওপাড়া ইউনিয়নের পালপুর ধরমপুর গ্রামে। তার নাম বিপ্লব।
×