ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

মাদকাসক্ত ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু

প্রকাশিত: ২৩:৩৭, ১২ মে ২০২০

মাদকাসক্ত ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, ঝালকাঠি ॥ রাজাপুরে মাদকাসক্ত ছেলের লাঠির আঘাতে বাবা ইসমাইল আকনের (৫২) মৃত্যু হয়েছে। সোমবার সকালে বরিশাল শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসধাীন অবস্থায় তার মৃত্যু হয়। পিটুনিতে মা রোকেয়া বেগমও আহত হয়। এ ঘটনায় পুলিশ ছেলে মাহফুজ আকনকে আটক করেছে। পুলিশ জানায়, উপজেলার কাঠিপাড়া গ্রামের ইসমাইল আকন ঢাকায় একটি গার্মেন্টে চাকরি করতেন। করোনার কারণে সে ছুটিতে সম্প্রতি বাড়িতে আসে। তার ছেলে মাহফুজ আকন মাদকাসক্ত হয়ে প্রতিদিন জুয়া খেলত। বাবা ও মা একাধিকবার নিষেধ করার পরেও সে শোনেনি। রবিবার রাতে ঘর থেকে মাহফুজের কক্ষ থেকে জুয়ার কোড ও গুটি ফেলে দেয় বাবা ও মা। এতে ক্ষিপ্ত হয়ে বাবা-মা দু’জনকেই লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর জখম করে মাদকাসক্ত ছেলে। মাধবপুরে ট্রাক চাপায় কৃষি কর্মকর্তা নিহত নিজস্ব সংবাদদাতা, মাধবপুর, ১১ মে ॥ মাধবপুর উপজেলায় দ্রুতগামী একটি ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী উপ- সহকারী কৃষি কর্মকর্তা হারুন অর রশিদ (৩৭) নিহত হয়েছেন। সোমবার পৌনে দুইটার দিকে ঢাকা সিলেট মহাসড়কের নয়াপাড়া ইউনিয়ন পরিষদ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত হারুন অর রশিদ রংপুর জেলার মিটাপুকুর উপজেলার শেরুভাঙ্গা গ্রামের আবুল কাসেমের ছেলে ও মাধবপুর উপজেলার নয়াপাড়া ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত উপ-সহকারী কৃষি কর্মকর্তা ছিলেন। উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, দুপুর একটার দিকে হারুন উপজেলা কৃষি অফিস থেকে মোটরসাইকেল যোগে নয়াপাড়া ইউনিয়ন অফিসে যাচ্ছিলেন, ইউনিয়ন অফিসের কাছাকাছি পৌঁছলে দ্রুতগামী একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঠাকুরগাঁওয়ে ত্রাণের দাবিতে সড়ক অবরোধ নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও, ১১ মে ॥ ত্রাণের দাবিতে জেলার গণপরিবহন শ্রমিকরা সোমবার বাস টার্মিনাল এলাকায় মহাসড়ক অবরোধ করে। পরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার আশ্বাসে তারা অবরোধ তুলে নেয়। বেলা ১২টার দিকে ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়কের সদর বাস টার্মিনালের সামনে গণপরিবহনের দুই শতাধিক শ্রমিক ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করে ত্রাণসহ বাস-মিনিবাস খুলে দেয়ার দাবিতে স্লোগান দিতে থাকে। এক পর্যায়ে সড়কের ওপর শুয়ে পড়েন এবং পেট চাপড়িয়ে কান্নায় ভেঙ্গে পড়েন। এ সময় রাস্তার দুই পার্শ্বে পণ্যবাহী অসংখ্য গাড়ির জট বাঁধলে সড়কে চলাচল বন্ধ হয়ে যায়।
×