ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আশুলিয়ায় গার্মেন্টস শ্রমিকদের মানববন্ধন

প্রকাশিত: ২৩:৩৬, ১২ মে ২০২০

আশুলিয়ায় গার্মেন্টস শ্রমিকদের মানববন্ধন

সংবাদদাতা, সাভার, ১১ মে ॥ আশুলিয়ার হ্যাং টং বিডি লিমিটেড নামের একটি তৈরি পোশাক কারখানায় ৩৫০ শ্রমিককে চাকরিতে পুনর্বহাল ও বন্ধ কারখানা খুলে দেয়ার দাবিতে সোমবার দুপুরে আশুলিয়া প্রেসক্লাবের সামনে মানবন্ধন কর্মসূচী পালন করেছে ছাঁটাইকৃত শ্রমিকরা। শ্রমিকরা জানান, ২৫ মার্চ করোনাভাইরাসের কারণে কারখানাটি বন্ধ ঘোষণা করে মালিকপক্ষ। এরপর ২৭ এপ্রিল কারখানা খুলে এপ্রিল মাসের ১৪ দিনের বেতন পরিশোধ করে আবারও কারখানার গেটে বন্ধের নোটিস টাঙ্গিয়ে দেয়া হয়। সেই সঙ্গে শ্রমিকদের মৌখিকভাবে ছাঁটাই করা হয়। পরবর্তীতে সোমবার দুপুরে চাকরিতে পুনর্বহাল ও বন্ধ কারখানা খুলে দেয়ার জন্য বিজিএমই এবং সরকারের কাছে দাবি জানান তারা। অন্যদিকে একই দিন সকালে ধামরাই উপজেলার ডাউটিয়া এলাকার ‘আরুগাস মেটাল প্রাইভেট লিমিটেড’ নামের একটি ব্যাটারি কারখানার শতাধিক শ্রমিক কারখানাটির সামনে এপ্রিল মাসের বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করেছে। ঈশ^রদীতে রাস্তা পাকা করার দাবি স্টাফ রিপোর্টার, ঈশ^রদী ॥ ঈশ^রদীর সাহাপুরে রাস্তা পাকাকরণের দাবিতে সোমবার দুপুরে মানববন্ধন, সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে সংবাদ সম্মেলনে মুক্তিযোদ্ধা হাজী মোঃ নাসির উদ্দিন, হাজী আব্দুল মজিদ, শিক্ষক মোন্তাজ মৃধা, শিক্ষার্থী খাদিজা, গৃহিণী সালমা বেগম বলেন, ঈশ^রদীর সাহাপুর ইউনিয়নের চরগড়গড়ির বাবলারদাঁড়ি গ্রামের ভোলার বাড়ি হতে আহমদের ঘাট পর্যন্ত ৬০০ মিটার রাস্তা প্রশস্ত ও পাকাকরণ না হওয়ায় এই অঞ্চলের ৮ গ্রামের প্রায় ২০ হাজার মানুষকে ৭ কিলোমিটার ঘুরে চলাফেরা করতে হচ্ছে।
×