ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

যশোরে শিশু শিক্ষার্থীকে হত্যা

প্রকাশিত: ২৩:৩৫, ১২ মে ২০২০

যশোরে শিশু শিক্ষার্থীকে হত্যা

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ চৌগাছায় চোখ উপড়ে নৃশংসভাবে হত্যা করা হয়েছে সাকিব হোসেন (১২) নামের ৩য় শ্রেণীর এক শিক্ষার্থীকে। নিহত সাকিব চুয়াডাঙ্গা জেলার সদর উপজেলার কুন্দিপুর বেলেমাঠ গ্রামের মৃত আলমগীর হোসেনের ছেলে। সে চৌগাছা উপজেলার স্বরূপপুর গ্রামে নানা খলিলুর রহমান ম-লের বাড়িতে থেকে স্বরূপপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণীতে পড়ত। সোমবার বেলা সাড়ে ১০টার দিকে স্কুলের পাশের একটি খাল থেকে তার চোখ উপড়ানো লাশ উদ্ধার করে পুলিশ। পুলিশ জানায়, রবিবার মাগরিবের নামাজের পর থেকে সাকিবকে পাওয়া যাচ্ছিল না। পরিবারের সদস্যরা তাকে খোঁজাখুঁজি করে কোথাও পাননি। সোমবার সকালে সাকিবের নানি ফাতেমা ও তার বোন রহিমা খুঁজতে বের হয়। সকাল সাড়ে ১০টার দিকে স্বরূপপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দক্ষিণ পাশের একটি ক্যানালে (খাল) তার লাশ পড়ে থাকতে দেখেন। অপরদিকে, যশোরের বাঘারপাড়া উপজেলা থেকে এক নারীর (৩৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার রাতে উপজেলার ধলগ্রাম ইউনিয়নের ভুলবাড়িয়া বল্লামুখ মাঠের একটি পাট খেত থেকে পুলিশ তার লাশটি উদ্ধার করে। পুলিশ জানায়, তার পরনে ছিল সাদা-গোলাপি রঙের ছাপা সালোয়ার কামিজ। তার মাথার চুল ছোট এবং হাতের নখগুলো লম্বা। নরসিংদী থেকে অপহৃত শিশু নেত্রকোনায় উদ্ধার নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা, ১১ মে ॥ নরসিংদীর বেলাবো থেকে অপহৃত এক প্রবাসীর শিশুপুত্রকে (৫) নেত্রকোনার আটপাড়া উপজেলার বাহাদুরপুর গ্রাম থেকে উদ্ধার করেছে আটপাড়া থানা পুলিশ। রবিবার রাতে শিশুটিকে উদ্ধার করা হয়। এ সময় অপহরণকারী ওয়াসিমকেও (১৮) আটক করা হয়। ওয়াসিম বাহাদুরপুর গ্রামের আব্দুল হাইয়ের ছেলে। উদ্ধার হওয়া শিশুটিকে সোমবার দুপুরে তার অভিভাবক ও বেলাবো থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। জানা গেছে, আটপাড়া উপজেলার সুখারী ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের ওয়াসিম নরসিংদীর বেলাবো উপজেলার বাটেরচর গ্রামের ইতালী প্রবাসী সোহাগ রহমানের বাড়িতে কাজ করত। এ কারণে পরিবারটির সদস্যদের সঙ্গে তার বেশ সখ্যতা ছিল। রবিবার সকালে সে সোহাগ রহমানের শিশুপুত্র তাওহীদ রহমানকে চকলেট কিনে দেয়ার কথা বলে অপহরণ করে তার গ্রামের বাড়িতে নিয়ে আসে।
×