ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

খুলনায় অনলাইন ক্লাস চালু

প্রকাশিত: ২৩:৩১, ১২ মে ২০২০

খুলনায় অনলাইন ক্লাস চালু

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ করোনাকালে দীর্ঘ সময় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষার্থীদের পড়ালেখার ক্ষতি পুষিয়ে নিতে খুলনা জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় অনলাইন ক্লাস চালু হয়েছে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর ও প্রাথমিক শিক্ষা অধিদফতরের সহযোগিতায় ফেসবুক এবং ইউটিউবে ভিডিও কন্টেন্ট সমৃদ্ধ অনলাইনে সেবাটি সোমবার দুপুরে খুলনা সার্কিট হাউসে উদ্বোধন করেন খুলনার বিভাগীয় কমিশনার ড. মুঃ আনোয়ার হোসেন। এ সময় বিভাগীয় কমিশনার বলেন, শিক্ষাব্যবস্থার সঙ্কট কাটিয়ে উঠতে অনলাইন শিক্ষা কার্যক্রমটি কাজে লাগবে যা বাংলাদেশের জন্য একটি মাইলফলক হিসেবে কাজ করবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন। বিশেষ অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর খুলনার উপপরিচালক নিভা রানী পাঠক ও প্রাথমিক শিক্ষা অধিদফতরের উপপরিচালক মেহেরুন নেছা। সেবা দুটির লিংক ঠিকানা : ‘ডিজিটাল প্রাইমারী এডুকেশন খুলনা’ িি.িভধপবনড়ড়শ.পড়স/ফরমরঃধষ.ঢ়বফঁ.শযষ ও িি.ি ুড়ঁঃঁনব.পড়স/ পযধহহবষ/টঈঔ২ঐহফএপযছফম৬ই-৩১পজখ৫ঈঅ এবং ‘ডিজিটাল সেকেন্ডারি এডুকেশন খুলনা’-এর িি.িুড়ঁঃঁনব.পড়স/পযধহহবষ/ টঈঠককণি৮ঘগঊ৩া০ঠঞ৩জ৬ঘঈ৯ুঅ অনুষ্ঠানে জানানো হয়, খুলনার অভিজ্ঞ শিক্ষকরা অনলাইনে প্রতিটি ক্লাস ২০ মিনিটের উপযোগী করে তৈরি করেছেন। সপ্তাহের শুরুতে ক্লাসের একটি রুটিন প্রকাশ করা হবে, যার মাধ্যমে শিক্ষার্থীরা কোন দিন, কখন, কোন ক্লাস হবে তা জানতে পারবে। প্রাথমিক পর্যায়ে তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণী এবং মাধ্যমিক পর্যায়ের প্রতিটি গুরুত্বপূর্ণ ক্লাসের ভিডিও কন্টেন্ট সরবরাহ করা হবে। প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও আপলোড অব্যাহত থাকবে। যার ফলে করোনাকাল অতিক্রান্ত হওয়ার পরও শিক্ষার্থীরা এর সুবিধাটি পাবে। খুলনার বাইরে বসেও এই শিক্ষা কার্যক্রমে অংশ নেয়া যাবে।
×