ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বিসিবির ১৫ হাজার প্যাকেট ত্রাণ বিতরণ

প্রকাশিত: ২২:১৭, ১১ মে ২০২০

বিসিবির ১৫ হাজার প্যাকেট ত্রাণ বিতরণ

স্পোর্টস রিপোর্টার ॥ বৈশ্বিক মহামারী করোনাভাইরাসে অসহায়দের সহায়তায় ইতোমধ্যে দেশব্যাপী ১৫ হাজার প্যাকেট ত্রাণ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমনটা জানিয়েছে বিসিবির মিডিয়া ও কমিউনিকেশন বিভাগ। করোনাভাইরাসের প্রাদুর্ভাব এড়াতে গত মার্চের মাঝামাঝি সময় থেকেই সব ধরনের ক্রিকেট কর্মকান্ড বন্ধ হয়ে আছে। ‘হোম অব ক্রিকেট’ মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম ও এখানে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা বিসিবির কার্যালয়েও নেই কর্মব্যস্ততা। এমন পরিস্থিতি দেশের সর্বস্তরেই। নিম্ন আয়ের মানুষেরা তাই ঘরে বসে থাকার কারণে হয়ে পড়েছেন অসহায়। এজন্য প্রথম থেকেই বিসিবি চেষ্টা করেছে অসহায়দের সহায়তায় এগিয়ে আসতে। দেশব্যাপীই ত্রাণ বিতরণ কার্যক্রম চালাচ্ছে বিসিবি। এরই মধ্যে মানিকগঞ্জ, সিলেট, চট্টগ্রামে এই ত্রাণ বিতরণ করা হয়েছে। ত্রাণের প্যাকেটগুলোয় ছিল নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি ও সাবান।
×