ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

অস্ট্রেলিয়া সফর নিয়ে ভারতের এত আগ্রহ!

প্রকাশিত: ২২:১৬, ১১ মে ২০২০

অস্ট্রেলিয়া সফর নিয়ে ভারতের এত আগ্রহ!

স্পোর্টস রিপোর্টার ॥ আগামী অক্টোবর-নবেম্বরে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হবে টি২০ বিশ্বকাপের সপ্তম আসর। ডিসেম্বর-জানুয়ারিতে সেখানেই পূর্ণাঙ্গ সিরিজ খেলবে ভারত। কিন্তু বিশ্বকাপের মতো বৈষয়িক টুর্নামেন্টের চেয়ে ক্রিকেটের অঘোষিত মোড়ল দেশটি এখনই ওই দ্বিপক্ষীয় সিরিজ নিয়ে বেশি আগ্রহ দেখাচ্ছে, অজিরাও সেটি নিয়ে বেশি কথা বলছে। কারণ বাণিজ্য। ভারত বিশ্বের যে প্রান্তেই খেলুক সেখানেই থাকে বিশাল অঙ্কের আর্থিক সমীকরণ। মহামারী করোনাভাইরাসের কারণে প্রায় আড়াই মাস ঘরোয়া ও আন্তর্জাতিক সকল ধরনের খেলা বন্ধ থাকায় অস্ট্রেলিয়ার মতো প্রভাবশালী দেশও আর্থিক সঙ্কট দেখছে। যে কারণে ঘরের মাটিতে ভারতের সঙ্গে সিরিজটা চার ম্যাচ থেকে বাড়িয়ে পাঁচ ম্যাচ করার কথা ভাবছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। বিশ্বকাপ অনুষ্ঠিত হবে কি না, তার চেয়ে তারা বেশি কথা বলছে ভারত সিরিজ নিয়ে। প্রয়োজনে বিরাট কোহলিদের চার্টার্ড বিমানে উড়িয়ে নিয়ে জগদ্বখ্যাত হোটেলে ১৪ দিনের কোয়ারেন্টাইনে রাখবে। সিএ এখন থেকেই সরকারের অনুমতির জন্য ততপরতা চালিয়ে যাচ্ছে। ইন্ডিয়ান বোর্ডের (বিসিসিআই) কোষাধক্ষ্য অরুণ ধুমাল বলেন, ‘কোয়ারেন্টাইনে আমাদের কোন আপত্তি নেই। কারণ, এ বিষয়টা সবাইকেই করতে হবে। আমরা সবাই এখন চাই যেভাবেই হোক ক্রিকেটটা চালু হোক। দুই সপ্তাহ খুব বেশি সময় নয়। এটা যে কোন ক্রীড়াবীদের জন্য খুবই আদর্শ একটি ব্যাপার। অন্য একটা দেশে যাওয়ার পর কেন আপনি দুই সপ্তাহের কোয়ারেন্টাইনে থাকবেন না? আমরা তো করোনার কারণে বিষয়টাকে সহজভাবেই নিচ্ছি।’ অস্ট্রেলিয়া প্রস্তাব দিচ্ছে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের। এ নিয়ে অরুন ধুমাল বলেন, ‘লকডাউন শুরুর আগে এ বিষয়টা আলোচনায় এসেছিল। যদি সময় পাওয়া যায়, তাহলে দুই বোর্ডের আলোচনায় এটা উঠতে পারে এবং এ নিয়ে দুই বোর্ড মিলে সিদ্ধান্ত নিতে পারে।’ আর টি২০ বিশ্বকাপ নিয়ে তিনি বলেন, ‘এটা একার বিসিসিআইয়ের বিষয় নয় যে টি২০ বিশ্বকাপ নিয়ে সিদ্ধান্ত দেবে। এটা অংশগ্রহণকারী দেশগুলোর বোর্ড, আইসিসি এবং আয়োজক (অস্ট্রেলিয়া) দেশের ব্যাপার।
×