ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

আবারও করোনা যুদ্ধে ফিরবেন চিকিৎসক মনিরুজ্জামান

প্রকাশিত: ১৯:৩৪, ১১ মে ২০২০

আবারও করোনা যুদ্ধে ফিরবেন চিকিৎসক মনিরুজ্জামান

নিজস্ব সংবাদদাতা, আমতলী, ১০ মে ॥ প্রাণঘাতী করোনাভাইরাসজয়ী ডাঃ মোঃ মনিরুজ্জামান খান আবার করোনাযুদ্ধের অপেক্ষায় হাসপাতালের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে আছেন। গত শুক্রবার ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে থেকে করোনাভাইরাসমুক্ত ছাড়পত্র পেয়েছেন তিনি। শনিবার তার কর্মস্থল বাখেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে অবস্থান করছেন। ১৪ দিন কোয়ারেন্টাইন শেষে আবারও ফিরবেন করোনাযুদ্ধে। জানা গেছে, আমতলী উপজেলার কৃতীসন্তান শিক্ষানুরাগী একেএম ইউনুস আলী খানের ছেলে তরুণ চিকিৎসক মোঃ মনিরুজ্জামান খান গত ৩৯তম বিসিএসে উত্তীর্ণ হয়ে বরিশাল জেলার বাখেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গত ডিসেম্বর মাসে যোগদান করেন। ওই হাসপাতালে যোগদানের তিন মাস পরেই সারাবিশ্বে দেখা দেয় প্রাণঘাতী করোনাভাইরাসের প্রাদুর্ভাব। ডাক পেয়ে বসেন করোনাযুদ্ধের। তরুণ চিকিৎসকের সাহসিকতায় করোনাভাইরাসকে পাত্তা না দিয়েই জীবনের ঝুঁকি নিয়ে করোনাযুদ্ধে অংশগ্রহণে রাজি হন। বরিশাল বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য)-এর সংযুক্তির আদেশে ২৪ মার্চ শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে যোগদান করেন। ওই হাসপাতালে ডাঃ মনিরুজ্জামান খান করোনাযোদ্ধা হিসেবে করোনায় আক্রান্ত রোগীর চিকিৎসা সেবা দেন। সেবার পাশাপাশি জাতীয় স্বাস্থ্য বাতায়ন- ৩৩৩ নম্বরেও তিনি সার্ভিস প্রদান করেন।
×