ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কিশোরগঞ্জে ঘুমন্ত স্ত্রীকে কুপিয়ে হত্যা

প্রকাশিত: ১৯:৩২, ১১ মে ২০২০

কিশোরগঞ্জে ঘুমন্ত স্ত্রীকে কুপিয়ে হত্যা

নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ, ১০ মে ॥ জেলার কটিয়াদীতে ঘুমন্ত স্ত্রী রহিমা বেগমকে (৪৬) দা দিয়ে কুপিয়ে হত্যা করেছে স্বামী রতন মিয়া (৫৫)। এ সময় দায়ের কোপে ছোট মেয়ে জখম হয়েছে। রবিবার ভোরে উপজেলার মসূয়া মুন্সিবাড়িতে এ ঘটনা ঘটেছে। পুলিশ হত্যাকা-ে ব্যবহৃত দা উদ্ধার করাসহ ঘাতক রতন মিয়া ওরফে রতন পাগলাকে আটক করেছে। জানা গেছে, সেহরি খেয়ে রহিমা বেগম ছোট মেয়েকে নিয়ে বিছানায় ঘুমিয়ে ছিলেন। একপর্যায়ে ধারালো দা দিয়ে স্বামী রতন মিয়া তার গলায় কোপাতে থাকে। এ সময় মায়ের পাশে ঘুমিয়ে থাকা ছোট মেয়ে ঘুম থেকে জেগে উঠে। পরে মায়ের অবস্থা দেখে চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে আসে। ততক্ষণে গৃহকত্রী রহিমা বেগমের দেহ বিছানায় নিথর হয়ে পড়ে। এ ঘটনার পর পালিয়ে যাওয়ার সময় পথিমধ্যে স্থানীয় লোকজন ঘাতক রতন মিয়াকে আটক করে পুলিশে সোপর্দ করে। স্থানীয় ইউপি চেয়ারম্যান আবু বকর সিদ্দিক জানান, রতন মিয়া একজন মানসিক ভারসাম্যহীন। বছরের অর্ধেক সময় পাগল অবস্থায় থাকে। তখন কারও সঙ্গে কথাবার্তা না বলে খুব গম্ভীর থাকে। দীর্ঘদিন যাবত তার এ অবস্থা চলে আসছে। জয়পুরহাটে ওষুধ ব্যবসায়ী নিজস্ব সংবাদদাতা জয়পুরহাট থেকে জানান, ক্ষেতলাল উপজেলার দাশড়া সরাইল গ্রামে আনোয়ার হোসেন শামিম (৪০) নামের এক ওষুধ ব্যবসায়ীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার রাত ১১টায় হত্যাকা-ের এ ঘটনা ঘটে। নিহত ব্যবসায়ী ক্ষেতলাল উপজেলার সরাইল গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে। আনোয়ার হোসেন শুক্রবার রাতে স্থানীয় মনঝার বাজারের তার নিজস্ব ওষুধের দোকান থেকে বাড়ি ফিরছিলেন। রাত ১১টার দিকে দুর্বৃত্তরা বাড়ির অদূরে তাকে উপর্যুপরি ছুরিকাঘাত ও গলা কেটে হত্যা করে পালিয়ে যায়। রাজশাহীতে পুকুর পাহারাদার স্টাফ রিপোর্টার রাজশাহী থেকে জানান, বাগমারা উপজেলার গোয়ালকান্দি ইউনিয়নের দক্ষিণ সাজুড়িয়া গ্রামের আব্দুস সালাম (৫০) এক ব্যক্তিকে শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত আব্দুস সালাম একই গ্রামের সাহাদুল ইসলামের ছেলে। তিনি পুকুর পাহারাদার ছিলেন বলে জানা গেছে। পুলিশ ও স্থানীয়রা জানায়, পাহারাদার আব্দুস সালাম পাশের গ্রামের এক নারীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলেছিলেন। বিষয়টি পরিবারের লোকজন জানতে পারেন। এ নিয়ে স্ত্রীর সঙ্গে আব্দুস সালামের পারিবারিক বিবাদের সৃষ্টি হয়। দীর্ঘদিন থেকে আব্দুস সালাম ও তার স্ত্রীর মধ্যে ঝগড়া বিবাদ লেগেই রয়েছে। এ কারণে আব্দুস সালাম ঠিকমতো নিজ বাড়িতে আসা যাওয়া থেকে বিরত ছিলেন। পুকুর পাড়েই থাকতেন।
×