ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নারায়ণগঞ্জে সেপটিক ট্যাঙ্ক বিস্ফোরণে নিহত তিন

প্রকাশিত: ২০:০৪, ৯ মে ২০২০

নারায়ণগঞ্জে সেপটিক ট্যাঙ্ক বিস্ফোরণে নিহত তিন

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ বন্দর উপজেলার দিঘিরপাড় এলাকার একটি পাঁচতলা ভবনের সেপটিক ট্যাঙ্ক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ওই ভবনের নিচতলার ফ্ল্যাট বাসায় ঘুমন্ত দুই শিশুসহ তিনজন নিহত হয়েছে। নিহত শিশুরা হলো- মাসনুন (১৩) ও জিসান (৮)। নিহত অপরজন হলেন পাশের বাড়ির এক অন্তঃসত্ত্বা নারী লাবনী আক্তার (৩০)। শুক্রবার ভোর ছয়টার দিকে উপজেলার দিঘীরপাড় ৪৬১/১ উইলসন কবরস্থান রোডের রাবিয়া মঞ্জিলে এ ঘটনাটি ঘটে। বিস্ফোরণে আশপাশের চারটি ভবনের বাড়ির দেয়াল ও বিভিন্ন কক্ষ ক্ষতিগ্রস্ত হয়। ঘটনার পর উপজেলার ও পুলিশ প্রশাসনের কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানায়, বন্দরের দিঘিরপাড় ৪৬১/১ উইলসন কবরস্থান রোডের বাড়িটিতে বিকট শব্দে সেপটিক ট্যাঙ্ক বিস্ফোরণ হয়। বিস্ফোরণে দেয়াল ভেঙ্গে পড়লে দুই সহোদর শিশু মাসনুন ও জিসান ঘটনাস্থলেই মারা যায়। আহত হয় ওই দুই শিশুর মা লাবনী আক্তারও। বিস্ফোরণে ভবনের দেয়াল ছিটকে পাশের টিনশেড ঘরের উপর পড়লে ওই ঘরে বসবাসরত চার মাসের অন্তঃসত্ত্বা নারী লাবনী আক্তার গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। ভবনের নিচ তলার আরও কয়েকটি রুমের ভাড়াটিয়াসহ ৬ জন আহত হয়। নিহত শিশু মাসনুন ও জিসান ভাড়াটিয়া খোরশেদ আলমের ছেলে। এ ঘটনায় আহতরা হলো- নিহত দুই শিশুর মা লামিয়া আক্তার (৩০), প্রতিবেশী তামান্না (২২), মোঃ রুবেল শেখ (২০), মোঃ শরীফ (৪৫), মোঃ লেকমত শেখ (৫৫) ও মিয়া ভাই (৪৫)। তাদের বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, নারায়ণগঞ্জ হাসপাতাল ও ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস এ্যান্ড সিভিল ডিফিন্সের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন বলেন, সেপটিক ট্যাঙ্ক বিস্ফোরণের ঘটায় ঘটনাস্থলে দুই শিশু ও হাসপাতালে নেয়ার পর এক নারী মারা যায়। তিনি বলেন, ওই ট্যাঙ্কের ভেতর দিয়ে কোন গ্যাসের লাইন গিয়েছে কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে। নারায়ণগঞ্জ বন্দর ফায়ার স্টেশনের সাব কর্মকর্তা জিন্নাত আলী খান জানান, ভোরে বিস্ফোরণের খবর পেয়ে দেয়ালের নিচে চাপা পড়া দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়। সেখানে গুরুতর আহত এক অন্তঃসত্ত্বা নারীকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে তার মৃত্যু হয়।
×