ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

করোনা দুর্যোগে বরিশালের একটি মানুষও না খেয়ে থাকবে না

প্রকাশিত: ১৯:৫৩, ৯ মে ২০২০

করোনা দুর্যোগে বরিশালের একটি মানুষও না খেয়ে থাকবে না

খোকন আহম্মেদ হীরা, বরিশাল ॥ করোনা দুর্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিকনির্দেশনা শতভাগ সফল করতে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করে তা বাস্তবায়ন। কর্মহীন অসহায়, দুস্থ, দিনমজুর, মানতা ও তৃতীয় লিঙ্গ (হিজরা) সম্প্রদায়, প্রতিবন্ধী, অসহায় সংবাদকর্মী, মসজিদের ইমাম, মুয়াজ্জিম থেকে শুরু করে শিশুদের জন্যও ঘরে ঘরে বিভিন্ন খাদ্য সামগ্রী পৌঁছে দিয়ে গোটা বরিশালবাসীর একমাত্র ভরসাস্থল হয়ে দাঁড়িয়েছেন চৌকস জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান। তার দূরদর্শিতায় কোন শ্রেণী ও পেশার লোকজনই সরকারীভাবে বরাদ্দকৃত খাদ্য সামগ্রী থেকে বঞ্চিত হননি। পাশাপাশি জেলা প্রশাসকের আহ্বানে সাড়া দিয়ে নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী নিয়ে বরিশালবাসীর পাশে এগিয়ে এসেছেন বিভিন্ন দানশীল, প্রবাসী ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ। অদ্যাবধি জেলায় এলাকাভিত্তিক অর্ধশতাধিক ব্যক্তি ও প্রতিষ্ঠান খাদ্য সামগ্রী বিতরণ করেছেন। মধ্যবিত্ত অসহায় পরিবারের জন্য প্রশাসনের কর্তাব্যক্তিদের দিয়ে জেলা প্রশাসক অতিগোপনে রাতের আঁধারে বাড়িতে বাড়িতে খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছেন। জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান জনকণ্ঠকে বলেন, করোনা দুর্যোগে প্রধানমন্ত্রীর নির্দেশে বরিশালের একটি মানুষও না খেয়ে থাকবেন না। নিজের কাজের বিষয়ে এখনও কোন মন্তব্য করতে রাজি নন জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান। এক কথায় জনকণ্ঠকে তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা শতভাগ বাস্তবায়ন করতে সরকারের একজন সামান্য কর্মচারী হিসেবে আমি দায়িত্ব পালন করছি। সূত্রমতে, নানা কৌশলে এখন পর্যন্ত সরকারের নির্দেশ শতভাগ বাস্তবায়ন করে জেলা প্রশাসক বরিশালবাসীর একমাত্র ভরসাস্থল হয়ে দাঁড়িয়েছেন। এমনকি তার কাছ থেকে রেহাই পায়নি সরকারী চাল আত্মসাত করা কতিপয় প্রভাবশালী চাল চোর চক্রও। ইতোমধ্যে সরকারী চাল চুরির অভিযোগে বহিষ্কার হয়েছেন জেলার দুইজন ইউপি চেয়ারম্যান ও দুইজন ইউপি সদস্য। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাভোগ করছেন চার ব্যক্তি। সূত্রমতে, জেলার মধ্যে সর্বশেষ বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য মোঃ নুরে আলম বেপারীকে বহিষ্কার করেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ। বহিস্কারাদেশে বির্তকিত ওই চেয়ারম্যানের বিরুদ্ধে সরকারী চাল আত্মসাতের অভিযোগের প্রমাণ পাওয়ায় সরকার এই সিদ্ধান্ত গ্রহণ করেছেন বলে উল্লেখ করা হয়েছে। এর আগে ওই ইউনিয়নের দুই ইউপি সদস্যকে চাল চুরির অভিযোগে আটক করার পর জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত কারাদন্ড প্রদান করে। অত্যন্ত প্রভাবশালী চেয়ারম্যান নুরে আলম বেপারির বিরুদ্ধে ইতিপূর্বে অনেকবার ভূমিদস্যু ও বালুখেকোর অসংখ্য অভিযোগ উঠলেও তার অনিয়মের বিরুদ্ধে কেউ কথা বলেননি। সে সুযোগে চেয়ারম্যানের সঙ্গে জুটে যায় কতিপয় অসাধু ইউপি সদস্য। অবশেষে বরিশালের জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান সকল বাধা উপেক্ষা করে সরকারী নির্দেশনা বাস্তবায়নে দৃঢ় থাকায় লেজ গোটাতে হয়েছে প্রভাবশালী দুর্নীতিবাজ সিন্ডিকেট নুরে আলম বাহিনীকে। ইতোমধ্যে নুরে আলম নিজ এলাকা থেকে আত্মগোপন করলেও তার শেষ রক্ষা হয়নি। তার বিরুদ্ধে ঠুকে দেয়া হয়েছে মামলা। সহযোগী দুই ইউপি সদস্যকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদন্ড দিয়ে কারাগারে প্রেরণ করা হয়েছে। সরকারের সুনাম ক্ষুণ্ণ কারীদের বিরুদ্ধে জেলা প্রশাসক এসএম অজিয়র রহমানের কঠোর নির্দেশে প্রতিদিন জেলা প্রশাসনের কর্মকর্তারা দশটি উপজেলা এবং বরিশাল সিটি কর্পোরেশন এলাকায় সর্বাত্মক তৎপরতা চালাচ্ছেন। দুর্নীতিবাজদের বিরুদ্ধে জেলা প্রশাসকের কঠোরতায় সঠিকভাবে ত্রাণ পাচ্ছেন জেলার সাধারণ মানুষ। এছাড়া প্রতিদিনই করোনা প্রতিরোধে মানুষকে সচেতন করতে কঠোর পরিশ্রম করে যাচ্ছেন জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান। সূত্রমতে, এ পর্যন্ত জেলা প্রশাসনের উদ্যোগে ১০টি উপজেলায় ১ লাখ ৫০ হাজার ৭শ’টি পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে মানবিক সহায়তা (খাদ্য সহায়তা) প্রদান করা হয়েছে। জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছেন যারা ॥ করোনার প্রভাবে সৃষ্ট বিপর্যয়ে সমাজের দরিদ্র শ্রেণীর খেটে খাওয়া পরিবারকে সরাকারী বরাদ্দের খাদ্যসামগ্রী ও চাল বিতরণে অনিয়ম প্রতিরোধে কঠোর অবস্থানে রয়েছে কাঠালিয়া উপজেলা প্রশাসন ও জনপ্রতিনিধিরা। অনিয়ম ঠেকাতে ও করোনার বিস্তার রোধে প্রশাসন ও জনপ্রতিনিধিদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বানে দিন-রাত সমান তালে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে যাচ্ছেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমাদুল হক মনির এবং উপজেলা নির্বাহী অফিসার আকন্দ মোহাম্মদ ফয়সাল উদ্দিন। করোনা মোকাবেলায় কর্মহীনদের জন্য সরকারী বরাদ্দের জিআর, ভিজিএফ, ১০ টাকা কেজি দরের চাল, প্রতিবন্ধীদের জন্য প্রধানমন্ত্রীর উপহারসহ বিভিন্ন কাজ সুষ্ঠুভাবে প্রণয়ন ও বিতরণ করা হচ্ছে। এমাদুল হক মনির কর্মহীনদের উদ্দেশে বলেন, আপনাদের মূল কাজ হচ্ছে সরকারের নির্দেশনা মেনে ঘরে থাকা। জরুরী কাজে বাইরে গেলেও নিরাপদ দূরত্বে থাকা। আপনারা ঘরের ভেতরে থাকেন। সরকার আপনাদের ঘরে খাবার পৌঁছে দেবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনাদের সকল চাহিদা পূরণ করবেনন। একইভাবে আওরাবুনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কামরুজ্জামান লিটন নকীব করোনা প্রতিরোধে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তিনি ইউনিয়ন পরিষদে সামাজিক দূরত্ব বজায় রেখে চাল বিতরণসহ কর্মহীনদের মাঝে সুষ্ঠুভাবে খাদ্যসামগ্রী ও চাল বিতরণ করে আসছেন। মোবাইলে মেসেজ খাদ্যসামগ্রী পৌঁছে যাচ্ছে বাসায় ॥ বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের নির্দেশনায় উপহার নিয়ে দরিদ্র, কর্মহীন ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছেন মানবতার ফেরিওয়ালাখ্যাত বরিশালের কৃতীসন্তান ও বৃহত্তর মতিঝিল থানা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক, ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগ নেতা সোহেল শাহরিয়ার রানা। পবিত্র রমজান উপলক্ষে সোহেল শাহরিয়ার রানার নিজস্ব অর্থায়নে ইতোমধ্যে রাজধানীর বিভিন্ন এলাকার এক হাজার পরিবারের বাসায় রমজানের উপহার হিসেবে খাদ্যসামগ্রী পৌঁছে দেয়া হয়েছে। গভীর রাতে হতদরিদ্রের দুয়ারে দুয়ারে এসব উপহার পৌঁছে দিয়েছেন যুবলীগ নেতা সোহেল শাহরিয়ার রানা। রাজধানীর যে কোন প্রান্ত থেকে অসহায় যে কেউ যোগাযোগ করলেই কয়েকটি টিমের মাধ্যমে তাদের বাসায় খাদ্যসামগ্রী পৌঁছে দেয়া হচ্ছে। সোহেল শাহরিয়ার রানা বলেন, মধ্যবিত্ত কিছু পরিবার খাবারের জন্য লাইনে দাঁড়াতে সংকোচ করে, তাদের ফোনকল বা মেসেজ পেলে আমরা তাদের বাসায় খাদ্যসামগ্রী পৌঁছে দিচ্ছি। আমি আমার সামর্থ্য অনুযায়ী চেষ্টা করে যাচ্ছি। এ চেষ্টা অব্যাহত থাকবে। এর আগে তিনি তার টিমের মাধ্যমে পাঁচ শতাধিকেরও পরিবারের কাছে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রীসহ দিনে ও রাতে সুবিধাবঞ্চিতদের মাঝে রান্না করা খাবার পৌঁছে দিয়েছেন। ফোন ও মেসেজ পেয়ে গত কয়েকদিন যাবত তিনি শিশুদের জন্য বাসায় দুধসহ বাচ্চাদের খাদ্যসামগ্রী পৌঁছে দিচ্ছেন। সাংবাদিকদের জন্য পিপিই বিতরণ ॥ সাংবাদিকদের মাঝে পার্সোনাল প্রোটেকটিভ ইক্যুপমেন্ট (পিপিই) বিতরণ করা হয়েছে। গত ৪ মে সকালে শিল্পপতি আব্দুল আউয়াল হোসেন এবং ব্যবসায়ী মোহাম্মদ হাসান নকীবের ব্যক্তিগত অর্থায়নে বরিশালের পেশাজীবী সাংবাদিকদের জন্য পিপিই বিতরণ করা হয়। দৈনিক জনকণ্ঠ পত্রিকার স্টাফ রিপোর্টার খোকন আহম্মেদ হীরার হাতে সাংবাদিকদের জন্য উদ্যোক্তাদের দেয়া পিপিই তুলে দিয়েছেন কেএমটিভি বাংলা অনলাইনের পরিচালক মোছাদ্দেক হাওলাদার। শিল্পপতি আব্দুল আউয়াল হোসেন ইতোমধ্যে ব্যক্তিগত অর্থায়নে তার নিজ এলাকা কাঠালিয়া উপজেলার আওরাবুনিয়া ইউনিয়নের পাঁচ শতাধিক কর্মহীন পরিবারের মাঝে বিভিন্ন খাদ্যসামগ্রী উপহার হিসেবে বিতরণ করেছেন। তরুণ সমাজসেবক মোহাম্মদ হাসান নকীব বলেন, করোনা পরিস্থিতিতে সাংবাদিকরা জীবনের ঝুঁকি নিয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তাদের নিরলস চেষ্টার কারণে মানুষ ঘরে বসে সঠিক খবরগুলো পাচ্ছে। সেনাবাহিনীর খাদ্যসামগ্রী বিতরণ ॥ বরিশালের শেখ হাসিনা সেনানিবাসের পক্ষ থেকে দুস্থ ও অসহায় মানুষদের খাদ্য সহায়তা এবং স্বাস্থ্যসেবা দেয়া হয়েছে। গত ৫ মে বেলা ১১টায় জেলার বাকেরগঞ্জ উপজেলার পাদ্রীশিবপুর প্রত্যন্ত এলাকায় দুস্থদের ঘরে ঘরে খাদ্য সহায়তা পৌঁছে দেয়া হয়। বরিশালের এরিয়া কমান্ডার ও ৭ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমান এসব খাদ্যসামগ্রী বিতরণ করেন। এছাড়া তিনি পাদ্রীশিবপুরের খ্রিস্টান মিশনারি স্কুলে দুস্থ ও অসুস্থ মানুষদের স্বাস্থ্যসেবা দেয়ার ব্যবস্থা করেন। এ সময় শেখ হাসিনা সেনানিবাসের ৬ পদাতিক ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাসুদুর রহমানসহ পদস্থ সেনা কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সূত্রমতে, ৭ পদাতিক ডিভিশন এ পর্যন্ত ছয় হাজার অসহায় ও দুস্থ পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে। জেলেদের মাঝে ভিজিএফের চাল বিতরণ ॥ মা ইলিশ আহরণ থেকে বিরত থাকায় জেলার মুলাদী উপজেলার সফিপুর ইউনিয়নের চেয়ারম্যান আবু মুসা হিমু মুন্সী ও গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের চেয়ারম্যান মোঃ শাহজাহান প্যাদা গত ৫ মে সকালে এবং ডিজিটাল মাহিলাড়া ইউনিয়নের চেয়ারম্যান সৈকত গুহ পিকলু ৬ মে, নলচিড়া ইউনিয়নের চেয়ারম্যান গোলাম হাফিজ মৃধা ৭ মে সকালে জেলেদের মাঝে দ্বিতীয় কিস্তির এপ্রিল ও মে মাসের ৮০ কেজি করে ভিজিএফের চাল বিতরণ করেছেন।
×