ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

শীর্ষে চীন, দ্বিতীয় ভারত

এশিয়ায় মৃত্যু ১০ হাজার ছাড়াল

প্রকাশিত: ১৯:৪৬, ৯ মে ২০২০

এশিয়ায় মৃত্যু ১০ হাজার ছাড়াল

বিশ্বের অন্যান্য অঞ্চলের সঙ্গে পাল্লা দিয়ে এশিয়ায় করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ছে। বৃহস্পতিবার পর্যন্ত এ অঞ্চলে মৃত্যু ১০ হাজার ছাড়িয়ে গেছে। মৃতের এ সংখ্যার প্রায় অর্ধেক ঘটেছে চীনে। খবর পিটিআই, এএফপি ও আলজাজিরা অনলাইনের। খবরে বলা হয়, এশিয়ার বিভিন্ন দেশে মৃতের সংখ্যা বেড়ে মোট ১০ হাজার ১ জনে এবং আক্রান্ত বেড়ে মোট ২ লাখ ৬৯ হাজার ২৫ জনে পৌঁছেছে। তবে এশিয়ায় মৃতের এ সংখ্যা ইউরোপের মৃতের সংখ্যার চেয়ে অনেক কম। ইউরোপে কোভিড-১৯ ভাইরাসে এ পর্যন্ত ১ লাখ ৫১ হাজার ৫৭৬ জন প্রাণ হারিয়েছে। যুক্তরাষ্ট্র ও কানাডায় করোনাভাইরাস ৭৯ হাজার ৩২৮ জনের প্রাণ কেড়ে নিয়েছে। এদিকে চীনে গত ৩ সপ্তাহে করোনাভাইরাসে নতুন করে মাত্র ১ জনের মৃত্যু হয়েছে। দেশটিতে সরকারী হিসাবে এ পর্যন্ত কোভিড-১৯ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে মোট ৪ হাজার ৬৩৩ জনে দাঁড়িয়েছে। এশিয়ার দেশগুলোতে করোনাভাইরাসে ক্ষতির দিক থেকে চীনের পরের অবস্থানে রয়েছে ভারত। দেশটিতে কোভিড-১৯ ভাইরাসে ১ হাজার ৮শ’ ৩৬ জন এবং ইন্দোনেশিয়ায় ৯৩০ জনের মৃত্যু হয়েছে। ভাইরাসটিতে বিশ্বব্যাপী প্রাণ হারিয়েছে ২ লাখ ৬৬ হাজার ৯১৯ জন। ভারতে শুক্রবার পর্যন্ত কোভিড-১৯ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে মোট ১ হাজার ৮শ’ ৩৬ জনে এবং আক্রান্ত বেড়ে প্রায় ৫৭ হাজার হয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে মারা গেছে ১০৩ জন। ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক হিসাবে এসব কথা বলা হয়েছে। মন্ত্রণালয় জানায়, কোভিড-১৯ ভাইরাসে আক্রান্তদের মধ্যে ১৫ হাজার ২৬৬ জন সুস্থ হয়ে উঠায় তাদের হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হয়েছে। বর্তমানে দেশটিতে করোনায় আক্রান্ত চিকিৎসাধীন রোগীর সংখ্যা প্রায় ৩৬ হাজার। স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র এক কর্মকর্তা বলেন, ‘এ পর্যন্ত প্রায় ২৮.৮৩ শতাংশ রোগী সুস্থ হয়ে উঠেছে।’ মন্ত্রণালয় জানায়, আক্রান্তদের ১১১ জন বিদেশী নাগরিক। বৃহস্পতিবার সকাল থেকে মোট ১০৩ মৃতের মধ্যে মহারাষ্ট্রে ৪০ জন, গুজরাটে ২৮ জন, মধ্যপ্রদেশে ৯ জন, উত্তরপ্রদেশ ও পশ্চিমবঙ্গে ৪ জন করে, রাজস্থানে ৩ জন, পাঞ্জাব ও তামিলনাড়ুতে ২ জন করে এবং দিল্লি, হরিয়ানা ও উড়িষ্যায় ১ জন করে মারা গেছে। মোট মৃত ১ হাজার ৭৮৩ জনের মধ্যে সবচেয়ে বেশি প্রাণ হারিয়েছে মহারাষ্ট্রে। সেখানে ৬৫১ জনের মৃত্যু হয়েছে। এক্ষেত্রে দ্বিতীয় অবস্থানে থাকা গুজরাটে ৩৯৬ জন, এরপর মধ্যপ্রদেশে ১৮৫ জন, পশ্চিমবঙ্গে ১৪৪ জন, রাজস্থানে ৯২ জন, দিল্লীতে ৬৫ জন, উত্তর প্রদেশে ৬০ জন এবং অন্ধ্র্রপ্রদেশে ৩৬ জন মারা গেছে। তামিলনাড়ুতে কোভিড-১৯ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ৩৫ জনে দাঁড়িয়েছে। তেলেঙ্গানায় ও কর্ণাটকে ২৯ জন করে মৃত্যুবরণ করেছে। এ পর্যন্ত পাঞ্জাবে কোভিড-১৯ ভাইরাসে ২৭ জন, জম্বু ও কাশ্মীরে ৮ জন, হরিয়ানায় ৭ জন এবং কেরল ও বিহারে ৪ জন করে মারা গেছে। এছাড়া ঝাড়খ-ে কোভিড-১৯ ভাইরাসে ৩ জন প্রাণ হারিয়েছে। উড়িষ্যা ও হিমাচল প্রদেশে ২ জন করে মারা গেছে। মন্ত্রণালয়ের উপাত্ত অনুযায়ী, মেঘালয়, চন্ডিগড়, আসাম এবং উত্তরাখন্ডে ১ জন করে মারা গেছে। মঙ্গলবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অত্যন্ত সংক্রামক এই ভাইরাসের চ্যালেঞ্জ মোকাবেলায় তৈরি বিশেষ টাস্কফোর্সের এক সভার সভাপতিত্ব করেন।
×