ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ভারতের জঙ্গী বিমান বিধ্বস্ত

প্রকাশিত: ১৯:৪৬, ৯ মে ২০২০

ভারতের জঙ্গী বিমান বিধ্বস্ত

ভারতীয় বিমান বাহিনীর (আইএএফ) একটি যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়েছে। রাশিয়ার তৈরি মিগ-২৯ বিমানটি শুক্রবার পাঞ্জাব প্রদেশের হুসিয়ার জেলায় বিধ্বস্ত হয়। তবে পাইলট অক্ষত রয়েছেন। খবর এনডিটিভি অনলাইনের। বিধ্বস্ত হওয়া বিমানটি জলন্ধরের কাছে আদমপুর শহরের একটি ঘাঁটি থেকে উড্ডয়নের পর জরুরী অবস্থার মুখে পড়ে বলে জানা গেছে। এরপর একটি গ্রামের খোলা মাঠে বিধ্বস্ত হওয়ার আগে বিমান থেকে পাইলট বেরিয়ে যেতে সক্ষম হন। একজন পাইলট নিয়ে বিমানটি নিয়মিত উড্ডয়নে বের হওয়ার পর বিধ্বস্ত হয় বলে জানা গেছে। আইএএফের বিবৃতিতে জানানো হয়েছে, প্রশিক্ষণ মিশনের সময় বিধ্বস্ত বিমানটির পাইলটকে উদ্ধার করে হেলিকপ্টারে করে হাসপাতালে নেয়া হয়েছে।
×