ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

দুই চোখে অথৈ স্বপ্ন

প্রকাশিত: ০১:০৪, ৭ মে ২০২০

দুই চোখে অথৈ স্বপ্ন

তাহমিনা অথৈ। সময়ের উজ্জ্বল অভিনয় শিল্পী। শিল্পের ব্রত নিয়ে এগিয়ে যাচ্ছেন অবিরত। অভিনয় করেছেন একাধিক আলোচিত চলচ্চিত্রে। সঙ্গে অনেক নাটক, টেলিফিল্মেও। লেখাপড়া করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে, নাট্যকলায় বিভাগে। বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে টিভি নাটকে অভিনয় শুরু করলেও প্রাতিষ্ঠানিক লেখাপড়ার চাপে সে সময় অভিনয়ে নিয়মিত হয়ে ওঠা হয়নি তার। গ্রাজুয়েশনের শেষের দিকে অথৈ ‘মিস ইউনিভার্সিটি বাংলাদেশ ২০১৭’ নির্বাচিত হন। গিয়েছেন দেশের বাইরে, সেখানেও নিজের নাম উজ্জ্বল করেছেন। সম্প্রতি এই অভিনয় শিল্পীর সঙ্গে কথা হয়েছে আনন্দকণ্ঠের, লিখেছেন Ñশুভ্রনীল দাশ চট্টগ্রামে বড় হওয়া এই শিল্প সারথি এখন ঢাকার বাসিন্দা। আলাপের শুরুতে জানতে চেয়েছিলাম তার আগামী দিনের স্বপ্নের কথা। স্বপ্নবাজ অথৈ বলেন, আমি চলচ্চিত্রের স্বপ্নে বিভোর। ইতোমধ্যে অভিনয় করেছেন এবং কাজ শেষ হয়েছে এমন চলচ্চিত্র সম্পর্কে বলুন। চলচ্চিত্র ‘কালবেলা’ ‘ছেলেটি অদ্ভুত’ সিনেমার কাজ শেষ হয়েছে, মুক্তির অপেক্ষায়। অন্যদিকে ‘চট্টলা এক্সপ্রেস’ সিনেমার কাজ শুরু হবে কিন্তু বর্তমান সময়ের প্রতিবন্ধকতার কারণে শুরু করতে পারছি না। ‘কালবেলা’ চলচ্চিত্র সম্পর্কে বলুন? এটা আমার অভিনীত প্রথম সিনেমা। গুণী চলচ্চিত্র নির্মাতা সাইদুল আনাম টুটুল স্যারের শেষ চলচ্চিত্র। মুক্তিযুদ্ধের পটভূমিতে নির্মিত চলচ্চিত্র। আমার অভিনীত চরিত্রের নাম সানজিদা। মূলত আমার চরিত্রকে কেন্দ্র করে কালবেলার গল্প। সিনেমার কাজটা টুটুল স্যার আমাদের দিয়ে পুঙ্খানুপুঙ্খ করিয়েছেন কিন্তু শেষ পর্যন্ত আর নিয়ে যেতে পারেনি। তার মতো একজন বড় নির্মাতার সঙ্গে আমার প্রথম কাজ- যে কারণে, কালবেলা নিয়ে আমার প্রত্যাশা অনেক। আর ‘অদ্ভুত ছেলেটি’ জাফর ইকবাল স্যারের ‘আজব ছেলে’ গল্প অবলম্বনে নির্মিত সরকারী অনুদানের শিশুতোষ চলচ্চিত্র। মূলত চারটি চরিত্রকে কেন্দ্র করে সিনেমার গল্প। আমার সহশিল্পী তৌকীর আহমেদ, সাজু খাদেম এবং রিদুয়ান। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন মানিক মানবিক। শূটিংয়ের কাজ শেষ। অন্যদিকে ‘চট্টলা এক্সপ্রেস’ কমার্শিয়াল এডভেঞ্চার ফিল্ম। পরিচালক রায়হান আনোয়ার। সহশিল্পী ফেরদৌস আহমেদ। বলতে গেলে সবকিছু ঠিক চলমান প্রতিকূলতার কারণে কাজ এগিয়ে নেয়া যাচ্ছে না। আপনার অভিনীত নাটক-টেলিফিল্ম সম্পর্কে বলুন? আমি এ যাবত একাধিক সিঙ্গেল নাটক করেছি এর মধ্যে ‘সারথী’ ‘আদর্শ লিপি’ ‘গোলাপজান ছাত্রী হোস্টেল’ মেগা সিরিয়াল ‘লুকোচুরি লুকোচুরি গল্প’ টেলিফিল্ম ‘প্রেম যেন এক প্রজাপতি’ উল্লেখযোগ্য। এ ছাড়া বর্তমান সময়ে একটি বেসরকারী টিভি চ্যানেলে সেলিব্রেটিদের ‘প্রিয় শখ’ নামে একটি অনুষ্ঠান সঞ্চালনা করছি। সেলিব্রেটিদের প্রিয় শখ বলতে যাদের ফিশিং বা মাছ ধরার শখ এমন সব সেলিব্রেটিকে মজার অভিজ্ঞতা নিয়ে এই অনুষ্ঠান। মিডিয়াতে আপনার এন্ট্রি প্রসঙ্গে বলুন? আসলে আমি যখন ইউনিভার্সিটি স্টুডেন্ট তখন ফেসবুকের মাধ্যমে ডিরেক্টর মোস্তফা মননের সঙ্গে আমার পরিচয় হয়। উনি মেগা সিরিয়ালের জন্য নায়িকা খুঁজচ্ছিলেন। আমি এ্যাপ্লাই করি এবং নির্বাচিত হই। মাসে ২৬-২৭ দিন শূটিং চট্টগ্রাম থেকে ঢাকায় এসে কাজ করা আমরা লেখাপড়ার জন্য অসুবিধা হয়ে যেত। পরে সিদ্ধান্ত নেই লেখাপড়া শেষ করে তার পরে একবারে শুরু করব। লেখাপড়া চলাকালীন ওনার সঙ্গে আমার কাজ নিয়ে মাঝে মধ্যে কথা হতো। এরপর ২০১৭ সালে আমি ‘মিস ইউনিভার্সিটি বাংলাদেশ’ হই। ওই বছর একটি বেসকারী টিভি চ্যানেলে ‘দিন-প্রতিদিন’ নামে একটা অনুষ্ঠানের সঞ্চালনা করি। পরবর্তী সময়ে মস্তোফা মনোয়ার আমার সঙ্গে মানিক মানবিকের পরিচয় করিয়ে দেয়। তিনি আবার সাইদুল আনাম টুটুল স্যারের সঙ্গে আমার পরিচয় করিয়ে দেয়। মুলত আমার মিডিয়াতে কাজের ব্যাপারে মানিক মানবিক এর ভূমিকা অনেক। ভবিষ্যত নিয়ে কি ভাবছেন বিয়ে অথবা প্রেম। অট্টহাসি দিয়ে অথৈ বলেন প্রেম এখনও হয়ে ওঠেনি। চলচ্চিত্রে নিয়মিত অভিনয়ের স্বপ্নে আমার আগামী রচিত। স্পেশাল গল্পের নাটক বা যে নাটকের গল্পই মূল শক্তি এমন নাটক কিংবা টেলিফিল্মে আমার অভিনয়ে আগ্রহ আছে। তবে কমেডি করার ইচ্ছা নেই। কারণ, আমাকে দিয়ে কমেডি হয় না। পাশাপাশি উপস্থাপনা আমার ভীষণ ভাল লাগে। সুযোগ পেলে সেটাও করার ইচ্ছা আছে। বর্তমান সময়ের ত্রাস করোনাভাইরাস নিয়ে আপনার পরামর্শ? আমার পরামর্শ তিনটি আর তা হলো সচেতনতা, সচেতনতা এবং সচেতনতা।
×