ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

উপকূলীয় ও প্রত্যন্ত এলাকায় নৌবাহিনীর খাদ্য সহায়তা

প্রকাশিত: ২৩:২৪, ৭ মে ২০২০

উপকূলীয় ও প্রত্যন্ত এলাকায় নৌবাহিনীর খাদ্য সহায়তা

করোনা সংক্রমণ মোকাবেলায় খুলনা ও চট্টগ্রামের উপকূলীয় ও প্রত্যন্ত এলাকার গরিব, দুস্থ ও অসহায়দের বাড়ি বাড়ি পৌঁছে ইফতারসহ বিভিন্ন খাদ্য সহায়তা প্রদান করেছে নৌবাহিনী। বুধবার দিনব্যাপী নৌসদস্যরা এ কার্যক্রম পরিচালনা করে। এছাড়া রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকার রাস্তাঘাট, ফুটপাথ ও আশপাশের পরিবেশ জীবাণুমুক্ত রাখতে জীবাণুনাশক ওষুধ ছিটানো, চিকিৎসা সহায়তাসহ বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম পরিচালনায় নিরলসভাবে কাজ করে চলেছে নৌবাহিনীর সদস্যরা। নৌবাহিনী কন্টিনজেন্ট উপকূলীয় জেলা বরগুনাসহ আশপাশের এলাকাগুলোর প্রায় ১৬০০ অসহায় ও দুস্থ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী প্রদান করে। তাছাড়া খুলনা শহরের স্থানীয় বাস্তুহারা গল্লামারি ও রূপসা এলাকায় প্রায় ৩০০ দুস্থ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। অন্যদিকে মংলা নৌ কন্টিনজেন্ট দিগরাজ বাজার, সুন্দরবন, মিঠাখালী, মংলাবন্দর এলাকা, বুড়িরডাঙ্গা ও চরকানাই এলাকায় টহল প্রদানের পাশাপাশি স্থানীয় প্রায় ১৩০০ গরিব ও অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করে। সেই সঙ্গে নৌসদস্যরা স্থানীয় জনগণকে কাঁচা বাজার, ওষুধ ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর দোকান ব্যবহারে নির্দিষ্ট সময় অনুসরণে স্থানীয়দের সচেতন করতে সার্বক্ষণিকভাবে কাজ করে চলেছে। অন্যদিকে চট্টগ্রামের উপকূলীয় টেকনাফ, সন্দীপ ও হাতিয়া উপজেলার বিভিন্ন এলাকায় নিয়োজিত নৌ কন্টিজেন্টসমূহ স্থানীয় অসহায় ও দুস্থদের মাঝে খাদ্য ও চিকিৎসা সহায়তা প্রদানসহ বিভিন্ন জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনায় দিনরাত পরিশ্রম করে যাচ্ছে। -আইএসপিআর
×