ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বিপিএল যেন ভেস্তে না যায়, আকুতি ফুুটবলারদের

প্রকাশিত: ০০:৪৮, ৬ মে ২০২০

বিপিএল যেন ভেস্তে না যায়, আকুতি ফুুটবলারদের

স্পোর্টস রিপোর্টার ॥ দুই লেগ নয়, প্রয়োজনে সিঙ্গেল লেগ হোক বিপিএল, হোক একটা ভেন্যুতেই। তবুও মাঠে গড়াক খেলা, কোনভাবেই যেন প্রিমিয়ার লিগ ভেস্তে না যায়, সেই আকুতি ফুটবলারদের। তারা বলছেন এখনও লিগ বন্ধের সিদ্ধান্ত নেয়ার সময় আসেনি। কারণ শেষ পর্যন্ত এ মৌসুমের জন্য বিপিএল বাতিল হয়ে গেলে শুধু ক্লাব ফুটবলই নয়, তার নেতিবাচক প্রভাব পড়বে জাতীয় দলের পারফর্মেন্সেও। কি হচ্ছে প্রিমিয়ার লিগ ফুটবলের ১২তম আসরের ভবিষ্যৎ, জানে না কেউই। তবে ক্লাবগুলোর সঙ্গে পেশাদার লিগ কমিটির গত রবিবারের জরুরী সভায় এটা স্পষ্ট দু-একটা দল ছাড়া এ মৌসুমে আর খেলতে চায়না কোন ক্লাবই? আর শেষ পর্যন্ত যদি তাই হয়, তবে সবচাইতে বেশি ভুক্তভোগী হবেন খেলোয়াড়রা। কারণ এই লিগই যে তাদের রুটিরুজির একমাত্র উৎস? ক্লাবগুলো পরিকল্পনা করছে বর্তমান চুক্তিতেই আগামী মৌসুমে খেলানো হবে ফুটবলারদের? তবে ফুটবলাররা অনুরোধ করছেন সিঙ্গেল লেগ হলেও যেন শেষ হয় মৌসুম।
×