ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

খেলা বন্ধ, বিয়ে সারতে চাইছেন তীরন্দাজ অতনু-দীপিকা

প্রকাশিত: ০০:৪৭, ৬ মে ২০২০

খেলা বন্ধ, বিয়ে সারতে চাইছেন তীরন্দাজ অতনু-দীপিকা

স্পোর্টস রিপোর্টার ॥ আচমকা ভাইরাসের ঝড়ে টোকিও অলিম্পিক গেমস এক বছর পিছিয়ে গেছে। ফলে নিজেদের পরিকল্পনা নিয়ে নতুন করে চিন্তা-ভাবনা করতে হচ্ছেন সেরা দুই তিরন্দাজ দীপিকা কুমারী ও অতনু দাস। দু’বছর আগেই তাদের এনগেজমেন্ট হয়েছিল। তারা ঠিক করেছিলেন, এ বছর অলিম্পিক শেষ হয়ে গেলেই বিবাহবন্ধনে আবদ্ধ হবেন। কিন্তু অলিম্পিক গেমস পিছিয়ে যাওয়ায় আগামী দু’মাসের মধ্যে বিয়েটা সেরে ফেলতে চাইছেন দীপিকা-অতনু। তবে সবটাই নির্ভর করছে করোনা পরিস্থিতির উপর। সংসার শুরুর লক্ষ্যে লকডাউনের সময় রান্না শেখায় মন দিয়েছেন দীপিকা। ভারতের সেরা মহিলা তিরন্দাজ বলছিলেন, আমি ভাত ও ডাল রান্না করতে পারি। এবার আরও কিছু শেখার চেষ্টা করছি। বিশেষ করে চিকেন কারি আমার প্রিয় ডিশ। মা আমাকে এই ব্যাপারে প্রয়োজনীয় টিপস দিয়েছেন। সেটাই আমি কাজে লাগাচ্ছি। এখন বিশ্রামে থাকলেও নির্দিষ্ট কিছু রুটিন মেনেই চলছেন তিনি। তিরন্দাজ হিসেবে মনোসংযোগ ও ফোকাস ঠিক রাখতে শরীর চর্চা তো আছেই। ৪৫ মিনিট ভিজুয়ালাইজেশন প্র্যাকটিসও করেন দীপিকা। বাড়িতেই সেসব চর্চা চালিয়ে যাচ্ছেন তিনি। দীপিকা ও অতনু টোকিও অলিম্পিক গেমসে অংশ নেয়ার ছাড়পত্র পেয়েছেন। গেমস পিছিয়ে গেলেও নিজেকে নিয়মিত প্র্যাকটিসে রেখেছেন বিশ্বের সাবেক এক নম্বর তিরন্দাজ দীপিকা। নিজের লিভিং রুমেই পাঁচ মিটার রেঞ্জ থেকে লক্ষ্যভেদ করছেন দু’ঘণ্টা। আবার দুপুরেও প্র্যাকটিস করছেন দু’ঘণ্টা। কিছুদিন আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি করোনা পরিস্থিতি নিয়ে দেশের ক্রীড়াবিদদের সঙ্গে আলোচনায় বসেছিলেন। সেই তালিকায় ছিলেন দীপিকা কুমারীও। ভারতের সর্বকালের সেরা মহিলা তিরন্দাজ বলছেন, আশা করি, শীঘ্রই করোনাভাইরাসের প্রতিষেধক টিকা বের হবে। মানুষ আবার স্বাভাবিক জীবনে ফিরে আসবে। দীপিকার ঝুঁলিতে ২৩ বিশ্বকাপ পদক রয়েছে। এর মধ্যে রয়েছে পাঁচ স্বর্ণ। আগামী বছর অলিম্পিক গেমসে পদক জেতার জন্য পাখির চোখ দীপিকার। লন্ডন, রিওর পর টানা তৃতীয় অলিম্পিকে তিনি অংশ নিতে চলেছেন। তার হবু স্বামী অতনু টানা দুটি অলিম্পিক গেমসে অংশ নেবেন। আপাতত এই তিরন্দাজ জুটির লক্ষ্য, বার্লিনে স্টেজ থ্রি বিশ্বকাপে অংশ নেয়া। যা অনুষ্ঠিত হওয়ার কথা ২১ থেকে ২৮ জুন পর্যন্ত।
×