ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

‘সুরক্ষিত থাকলে আরও বহু ট্রফি জেতা যাবে’

প্রকাশিত: ০০:৪৬, ৬ মে ২০২০

‘সুরক্ষিত থাকলে আরও বহু ট্রফি জেতা যাবে’

করোনাভাইরাসের প্রাদুর্ভাব ছড়িয়ে পড়ার কারণে সব ধরনের টেনিস টুর্নামেন্ট বন্ধ। বিশ্বের বেশিরভাগ দেশ এখনও লকডাউনে। কোন কোন দেশ ধীরে ধীরে লকডাউন শিথিল করার পথে। এর ফলে অনুশীলন শুরু করছেন সেই দেশের খেলোয়াড়রা। তাছাড়া অনেকেই লকডাউনের এ সময়ে বাড়িতে বসেই অনুশীলন করছেন। অন্য অনেকের মতো সুইস টেনিস তারকা রজার ফেদেরার কোর্টে ফিরতে মরিয়া হয়ে আছেন। তবে পৃথিবীকে স্বরূপে ফেরাতে সম্মিলিতভাবে সচেতনতার কোন বিকল্প নেই বলে মনে করছেন তিনি। এই সময়ে যারা যোদ্ধা হিসেবে কাজ করছেন বিশেষ করে প্রশাসন ও চিকিৎসকদের ধন্যবাদ জানিয়েছেন ফেড এক্সপ্রেস। পরিস্থিতি স্বাভাবিক থাকলে উইম্বলডনের জন্য প্রস্তুতি চলতো পুরোদমে। কিন্তু জীবন যখন চরম ঝুঁকিতে, স্থগিত হওয়া এ আসর নিয়ে আফসোস থাকার কথা নয়। তবুও দুই যুগের বেশি সময়ের পেশাদার ক্যারিয়ার যার, টেনিস কোর্টকে তিনি তো মিস করবেনই! রজার ফেদেরারকে একটু সঙ্গ দেয়ার চেষ্টা করেছে এক রোবট। কফির এই বিজ্ঞাপনটি বেশ উপভোগ করেছেন সুইস তারকা ও তার ভক্তরা। তবে, ২০ বারের গ্র্যান্ডস্লাম জয়ী হারেননি এখানেও। জোরালো শটে কুপোকাত করেছেন প্রতিপক্ষকে। আর সবার মতোই করোনাভাইরাসের বিপক্ষেও জয়ের প্রতীক্ষায় ফেদেরার। আবারও কোর্টে ফিরতে তর সইছে না তার। কিন্তু, সময়টা যে কোর্টে নামার নয়। রজার ফেদেরার বলেন, ‘এই মুহূর্তে আলাদা থেকেই আমরা আসলে ভাল থাকতে পারি। এই গ্রীষ্মে কোন রেকর্ড ভাঙা নয়, কোন ট্রফি জয় নয়। সবার সহযোগিতাই কাম্য। সুরক্ষিত থাকলে বহু ট্রফি জেতা যাবে।’ বিশ্বব্যাপী চলছে লকডাউন। প্রশাসন, চিকিৎসক, আইনশৃঙ্খলা বাহিনী এর মাঝেই কাজ করছে দিনরাত। তাদের প্রতি কৃতজ্ঞতা জানাতে ভোলেননি ফেডেক্স। তিনি বলেন, সুইজারল্যান্ড সেবায় নিয়োজিত সবাইকে ধন্যবাদ জানাই। এটা তাদের প্রাপ্য। আমরা সবাই প্রার্থনা করছি, আগামীকালটা আজকের চেয়ে সুন্দর হবে।’ সব ধরনের টেনিস ট্যুর জুলাইয়ের মাঝামাঝি পর্যন্ত স্থগিত। ৩৮ বছর বয়সী টেনিস তারকা বাড়িতেই অনুশীলন চালিয়ে যাচ্ছেন। গত ফেব্রুয়ারিতে সার্জারির পর হাঁটুর ইনজুরি থেকে অনেকটাই সেরে উঠেছেন। ফিরেছেন চেনা ছন্দে। পৃথিবীটা কবে আবার চেনারূপে ফিরবে, জানা নেই কারওই। এদিকে, টেনিস আর ভাল লাগছে না রজার ফেদেরারের চিরপ্রতিদ্বন্দ্বী রাফায়েল নাদালের। ইতিহাস গড়ার খুব কাছাকাছি রাফায়েল নাদাল। আর একটি শিরোপা জিতলেই সবচেয়ে বেশি ২০টি গ্র্যান্ডস্লামজয়ী রজার ফেদেরারকে ছুঁয়ে ফেলবেন তিনি। দুটি জিতলে সুইস কিংবদন্তিকে ছাড়িয়ে গড়বেন নতুন রেকর্ড। আর এটা নাদালের পক্ষে খুবই সম্ভব। বাপ-দাদার সম্পত্তি বানিয়ে ফেলা ফ্রেঞ্চ ওপেনেই যদি আর কয়েকটি বছরও খেলেন তাহলেই ছাড়িয়ে যাবেন ফেদেরারকে। আর সম্প্রাতিক বছরগুলোয় যেভাবে ক্লে-কোর্টের বাইরেও সাফল্য পাচ্ছেন, তাতে আগামী বছরই নতুন উচ্চতায় নিজকে তুলতে পারার কথা স্পেনের এই টেনিস তারকার। কিন্তু এমন একটা রেকর্ডের সামনে দাঁড়িয়ে থাকা নাদালকে টেনিস আর টানছে না! একদমই মন বসাতে পারছেন না প্রিয় খেলাটিতে। স্প্যানিশ টেনিস তারকার টেনিসে এই মন না বসাতে পারার খবরটি দিয়েছেন তাঁর চাচা ও শুরু থেকে লম্বা একটা সময় নাদালের কোচ হিসেবে কাজ করা টনি নাদাল। রাফায়েল নাদালকে টেনিসে নিয়ে আসার পেছনে এই টনিরই সবচেয়ে বড় অবদান। কিশোর বয়সে টেনিসের পাশাপাশি ফুটবলও খেলতেন নাদাল। দুই খেলার কোনটাকে বেছে নেবেন, এই নিয়ে যখন দ্বিধাদ্বন্দ্বে ছিলেন, তখনই টনি টেনিসের পথটা বাতলে দেন নাদালকে। সেই শুরু থেকেই নাদালের কোচিংয়ের সঙ্গে যুক্ত থাকা টনি জানিয়েছেন, টেনিস নয় এই সময়ে নাদালের মাথাজুড়ে আছে করোনা ও করোনায় বিপর্যস্ত মানুষের চিন্তা। এ প্রসঙ্গে স্প্যানিশ টেনিস তারকা বলেন, ‘এত বড় সমস্যার মধ্যে বাকি সবকিছু ভুলে যান। ওগুলো পরে। টেনিস নয়, করোনাভাইরাস নিয়ে চিন্তা করার সময় এখন।’ এর পরই বলেছেন আসল কথাটা, ‘নাদালের সঙ্গে আমার কথা হয়েছে। সে আমাকে বলেছে, এই মুহূর্তে সে টেনিসে মনোযোগ দিতে পারছে না। কেউ যদি একটুও সংবেদনশীল হয়, তাহলে তারও এটাই হওয়ার কথা।’ করোনাভাইরাসের কারণে ফ্রেঞ্চ ওপেন পিছিয়ে গেছে। বাতিল হয়ে গেছে উইম্বলডন। নির্ধারিত সময়ে ইউএস ওপেন শুরু হওয়া নিয়েও আছে সংশয়। সংশয় আছে এ বছর টেনিসের কোর্টে ফেরা নিয়েও। তবে এ সব নিয়ে খুব একটা ভাবছেন না টনি নাদাল। যখনই টেনিস ফিরুক, পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে নাদালের মানিয়ে নিতে সমস্যা হবে না বলেই মনে করেন টনি।
×