ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বাংলাদেশের তিনটি এনজিওকে জাপানের ২ কোটি ৪০ লাখ টাকা সহায়তা

প্রকাশিত: ০০:১৭, ৫ মে ২০২০

বাংলাদেশের তিনটি এনজিওকে জাপানের ২ কোটি ৪০ লাখ টাকা সহায়তা

জনকণ্ঠ ডেস্ক ॥ বাংলাদেশের তিনটি বেসরকারী সংস্থাকে (এনজিও) ২ কোটি ৪০ লাখ টাকা আর্থিক সহায়তা দিয়েছে জাপান সরকার। সোমবার ঢাকায় অবস্থিত জাপানী দূতাবাসের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। খবর বাসসর। গ্র্যান্ড এ্যাসিস্ট্যান্স ফর গ্রাসরুটস হিউম্যান সিকিউরিটি (জিজিএইচএসপি) প্রকল্পের আওতায় এ সহায়তা দেয়া হয়েছে। সহায়তাপ্রাপ্ত সংস্থাগুলো হলো- ঠেঙ্গামারা মহিলা যুব সংঘ (টিএমএসএস), প্রিজম বাংলাদেশ ফাউন্ডেশন এবং ট্রাস্ট ফর দ্য রিহ্যাবিলিটেশন অব দ্য প্যারালাইজড (টিআরপি)। এর মধ্যে বগুড়ায় অবস্থিত টিএমএসএস মেডিক্যাল হাসপাতাল ও রহমাতুল্লাহ মেডিক্যাল হাসপাতালে হৃদরোগ ও ট্রমা বিভাগের সক্ষমতা বাড়াতে জাপান সরকার টিএমএসএসকে প্রায় ৭০ লাখ টাকার আর্থিক সহায়তা দিয়েছে। প্রিজম বাংলাদেশ ফাউন্ডেশনকে জাপান দূতাবাস জিজিএইচএসপির আওতায় রাজশাহী সিটি কর্পোরেশনের মেডিক্যাল বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্পের প্রায় ৭০ লাখ টাকার আর্থিক সহায়তা দিয়েছে। এছাড়া, টিআরপির সেন্টার ফর রিহ্যাবিলিটেশন অব দ্য প্যারালাইজড প্রকল্পের আওতায় মৌলভীবাজার সদর উপজেলায় একটি এক তলা পুনর্বাসন কেন্দ্র নির্মাণের জন্য জাপান সরকার থেকে প্রায় ১ কোটি টাকা অনুদান দিয়েছে। প্রসঙ্গত, জাপান সরকার ১৯৮৯ সাল থেকে তৃণমূল পর্যায়ের মানুষের আর্থ-সামাজিক নিরাপত্তা উন্নয়নের জন্য জিজিএইচএসপি প্রকল্পের আওতায় ১৯৭টি এনজিও প্রকল্পে অর্থায়ন করেছে। ইতোমধ্যে এই স্কিমের আওতায় বাংলাদেশে কর্মরত বিভিন্ন এনজিওকে মোট প্রায় ১৫ মিলিয়ন ডলার আর্থিক সহায়তা দেয়া হয়েছে।
×