ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

যুক্তরাষ্ট্রে এক লাখ মানুষের মৃত্যুর আশঙ্কা ট্রাম্পের

প্রকাশিত: ২৩:২৭, ৫ মে ২০২০

যুক্তরাষ্ট্রে এক লাখ মানুষের মৃত্যুর আশঙ্কা ট্রাম্পের

করোনাভাইরাসে যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা এক লাখ হতে পারে বলে আশঙ্কা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রবিবার ওয়শিংটন ডিসির লিঙ্কন মেমোরিয়ালে ফক্স নিউজ আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই আশঙ্কার কথা জানান। জনস হপকিন্স ইউনিভার্সিটির সেন্টার ফর সিস্টেম সায়েন্সেস এ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের (সিএসএসই) তথ্য অনুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রে ৬৭ হাজার ৬৮২ জনের মৃত্যু হয়েছে। দেশটিতে আক্রান্তের সংখ্যাও বিশ্বে সর্বোচ্চ ১১ লাখ ৫৮ হাজার ৪০ জন। মার্কিন প্রেসিডেন্ট বলেন, এখন আশঙ্কা করছি, করোনাভাইরাসে ৭৫ হাজার থেকে ১ লাখ মার্কিন নাগরিকের মৃত্যু হতে পারে। -এএফপি।
×