ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

তালেবানের ৯৮ বন্দীকে মুক্তি দিল আফগান সরকার

প্রকাশিত: ২৩:২৩, ৫ মে ২০২০

তালেবানের ৯৮ বন্দীকে মুক্তি দিল আফগান সরকার

তালেবানের ৯৮ বন্দীকে মুক্তি দিল আফগান সরকার। শনিবার সন্ধ্যায় রাজধানী কাবুলের পুল-ই-চারখি কারাগার থেকে ওই বন্দীদের মুক্তি দেয়া হয়। দেশজুড়ে করোনার বিস্তাররোধে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে আফগান সরকার। এরই অংশ হিসেবে কারাগার থেকে বন্দীদের মুক্তি দেয়া হচ্ছে। -এএফপি। কারাগারে একসঙ্গে অনেক লোক গাদাগাদি করে থাকায় সেখানে সংক্রমণ বেড়ে যাওয়ার আশঙ্কা থাকে। সে কারণে বিশ্বের অনেক দেশেই সাম্প্রতিক সময়ে অনেক বন্দীকে মুক্তি দেয়া হয়েছে। আফগানিস্তানে প্রায় ১শ’ তালেবান বন্দীকে মুক্তি দেয়ার বিষয়টি দেশটির ন্যাশনাল ডিরেক্টরেট অব সিকিউরিটির এক বিবৃতিতে নিশ্চিত করা হয়েছে। আফগান সরকারের সঙ্গে তালেবানের শান্তিচুক্তির অংশ হিসেবে তালেবান বন্দীদের মুক্তি দেয়ার বিষয়ে গত ১১ মার্চ এক ডিক্রিতে স্বাক্ষর করেন আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গনি। সেই চুক্তির আওতায় সম্প্রতি আফগান বন্দীদের মুক্তি দেয়া হলো। তবে এক্ষেত্রে বন্দীদের বয়স, তাদের স্বাস্থ্যগত অবস্থা এবং তাদের অবশিষ্ট শান্তির মেয়াদ বিবেচনা করেই তাদের মুক্তি দেয়া হয়েছে। আফগান সরকার-তালেবানের মধ্যকার শান্তিচুক্তির পর এখন পর্যন্ত প্রায় সাড়ে ৬শ’ তালেবান বন্দীকে মুক্তি দেয়া হয়েছে। এক বিবৃতিতে জানানো হয়েছে, আফগান সরকার আরও সাড়ে ৮শ’ তালেবান বন্দীকে মুক্তি দেবে।
×