ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

অধ্যাপক মুনতাসীর মামুন আইসিইউতে

প্রকাশিত: ২২:৩৯, ৫ মে ২০২০

অধ্যাপক মুনতাসীর মামুন আইসিইউতে

স্টাফ রিপোর্টার ॥ অধ্যাপক মুনতাসীর মামুনকে আইসিইউতে নেয়া হয়েছে। রবিবার রাতে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় তাকে। কোভিড-১৯ আক্রান্তদের চিকিৎসার জন্য নিবেদিত হাসপাতালটির নাক-কান-গলা বিশেষজ্ঞ অধ্যাপক ডাঃ মনিলাল আইচ এ তথ্য জানান। তিনি বলেন, রবিবার রাতে ভর্তি হওয়ার পরই তাকে আইসিইউতে নেয়া হয়েছে। তার শারীরিক অবস্থা মোটামুটি স্টেবল আছে। তার হার্টের সমস্যার পাশাপাশি শ্বাস কষ্টেরও সমস্যা রয়েছে। তার যে শারীরিক অবস্থা তাকে আশঙ্কামুক্ত বলা যাচ্ছে না। ৬৯ বছর বয়সী এই অধ্যাপকের শরীরে নোভেল করোনাভাইরাসের সব লক্ষণ-উপসর্গ বিদ্যমান রয়েছে। অধ্যাপক মুনতাসীরের পারিবারিক বন্ধু কবি তারিক সুজাত জানিয়েছেন, গত ১৮ এপ্রিল মা জাহানারা খান কোভিড-১৯ আক্রান্ত হলে তাকে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করতে যান অধ্যাপক মামুন। কোভিড আক্রান্ত মায়ের সংস্পর্শে আসায় তার মধ্যেও হয়ত কোভিডের সব লক্ষণ দেখা যাচ্ছে। তবে সোমবার সকালে কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক জানিয়েছেন, প্রায় সেরে উঠছেন জাহানারা খাতুন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের অধ্যাপক মুনতাসীর মামুনের মুক্তিযুদ্ধের ওপর অনেক গবেষণাধর্মী কাজ রয়েছে। একাত্তরের যুদ্ধাপরাধীদের বিচার দাবির আন্দোলনে সম্পৃক্ত এই অধ্যাপক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্যও দিয়েছেন। সাম্প্রদায়িকতা মৌলবাদের বিরুদ্ধে সোচ্চার অধ্যাপক মুনতাসীর মামুন সক্রিয় রয়েছেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটিতেও। বর্তমানে কমিটিতে সহ-সভাপতির পদে আছেন তিনি। ঢাকার ইতিহাস চর্চার জন্য মুনতাসীর মামুন প্রতিষ্ঠা করেছেন সেন্টার ফর ঢাকা স্টাডিজ (ঢাকা চর্চা কেন্দ্র)। তিনি বাংলা একাডেমির একজন ফেলো।
×