ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

করোনায় রেমডেসিভির

প্রকাশিত: ২২:৩৫, ৫ মে ২০২০

করোনায় রেমডেসিভির

করোনার প্রকোপের এই করুণ সময়ে মানুষ আতিপাতি খুঁজছে প্রতিকার ও প্রতিরোধসমূহ। হাজারে হাজারে মানুষ আক্রান্ত হচ্ছে কেউ কেউ বা তলিয়ে যাচ্ছে। মৃত্যুর গ্রাসে কবলিত মানুষের সংখ্যা কিন্তু একেবারেই কম নয়। যা হোক এ সময় সবাই ভাবছিল করোনাভাইরাসের প্রতিকার কোন এন্টিভাইরাস পাওয়া যায় কিনা। এর আগে সোয়াইন ফ্লুর সময়, ইবোলার সময় কিছু এন্টিভাইরাস যে ব্যবহার হয়নি তা নয়, এ রকম এক ওষুধ ইবোলার সময়ে ব্যবহার হয়েছিল তার নাম রেমডেসিভির। আশাপ্রদ ফল পাওয়া যায়নি। তাই কিছুটা পরিত্যক্ত ছিল বলা যায়। করোনা যেহেতু আরএনএ ভাইরাস রেমডেসিভির করোনার আরএনএ ধ্বংস করে ভাইরাসের অগ্রযাত্রা ব্যাহত করে প্রথম চোটে। তৃতীয় স্ট্রায়েলে দেখা গেল রেমডেসিভির ৫ থেকে ১০ দিন করোনা রোগীর ওপর প্রয়োগে রোগীদের হাসপাতালের অবস্থানের সময় কমে যাচ্ছে অর্থাৎ রোগীর ওষুধবিহীন অবস্থা থেকে ওষুধসহ অবস্থায় আরোগ্যটা বেশিই হলো। কিন্তু খারাপ হয়ে যাওয়া রোগীগুলোকে রেমডেসিভির রক্ষা করতে পারছে না। তবুও তো ভাল। আরোগ্যের গতি তো বাড়ল। শেষকালে এফডিএ গিলিয়েড সায়েন্স কোম্পানিকে ইমারজেন্সি ওষুধ হিসেবে এ্যান্টি-ভাইরাস রেমডেসিভিরকে প্রস্তুতি ও মার্কেটিংয়ের অনুমতি দিল। সবই ইনজেকশন ফর্মের ওষুধ। আপাতত আমেরিকার করোনায় আক্রান্ত খারাপ রোগীদের জন্য ব্যবহৃত হবে। তবে বাংলাদেশেও চলছে প্রস্তুতির পর্ব। ডাঃ এটিএম রফিক উজ্জ¦ল শিশু বিভাগ, হলি ফ্যামিলি রেডক্রিসেন্ট মেডিক্যাল কলেজ হাসপাতাল
×