ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

আপৎকালীন ব্যবস্থা

সারাদেশের হাটবাজার খোলা জায়গায় সরিয়ে নেয়া হচ্ছে

প্রকাশিত: ২২:৩৪, ৫ মে ২০২০

সারাদেশের হাটবাজার খোলা জায়গায় সরিয়ে নেয়া হচ্ছে

ফিরোজ মান্না ॥ করোনা ভাইরাসের কারণে সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য সারাদেশে ১৭ হাজার ১৭৪টি হাটবাজার সরিয়ে খোলা জায়গায় নেয়া হচ্ছে। ইতোমধ্যে ভূমি মন্ত্রণালয় থেকে সারাদেশের ডিসিদের কাছে এ নিয়ে চিঠি দেয়া হয়েছে। ৬৪ জেলার ডিসিরা মূল হাট ও বাজারের চৌহদ্দি থেকে কাঁচাবাজার, মাছ-বাজার, শাক-সবজির বাজারসমূহ নিকটবর্তী সরকারী খাস বা অন্য কোন সুবিধাজনক স্থানে এই আপদকালীন (করোনাভাইরাসের প্রাদুর্ভাবকালীন) সময়ের জন্য স্থানান্তরের প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে। ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ জনকণ্ঠকে বলেন, করোনাভাইরাস বিশ্বজুড়ে মহা দুর্যোগ ডেকে এনেছে। বাংলাদেশও এর বাইরে না। দেশে ইতোমধ্যে প্রায় ১০ হাজার মানুষ আক্রান্ত হয়েছেন। রবিবার পর্যন্ত ১৭৭ জন মানুষ মারা গেছেন। সামাজিক দূরত্ব বজায় রাখা ও স্বাস্থ্যবিধি মানার জন্য আমরা খোলা জায়গায় হাটবাজার সরিয়ে নেয়ার জন্য ৬৪ জেলায় নির্দেশ দিয়েছি। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে আবার আগের জায়গায় হাটবাজারগুলো সাবেক জায়গায় নিয়ে আসা হবে। মন্ত্রী সাইফুজ্জামান বলেন, দেশের এমন পরিস্থিতি মোকাবেলার জন্য এটি একটি সমন্বিত উদ্যোগ। সরকারের পক্ষ থেকে বিভিন্ন মন্ত্রণালয় করোনা নিয়ে কাজ করে যাচ্ছে। ভূমি মন্ত্রণালয়ও করোনা মোকাবেলায় কাজ করছে। সামাজিক দূরত্বই একমাত্র ব্যবস্থা করোনা ঝুঁকি থেকে মানুষকে অনেকখানি রক্ষা করবে। তাই আমরা সারাদেশের ১৭ হাজারের বেশি হাটবাজারকে খোলা জায়গায় নিয়ে যাওয়ার কাজটি করছি। মুশকিল হচ্ছে অনেক জেলায় খাস জমি পাওয়া যাচ্ছে না। আবার কোন কোন জেলায় বড় খোলা জায়গাও পাওয়া যাচ্ছে না বলে মাঠ প্রশাসন থেকে জানানো হয়েছে। এরপরও আমাদের চেষ্টা অব্যাহত রয়েছে। আমরা আশা করছি আগামী এক সপ্তাহের মধ্যে খোলা জায়গায় হাটবাজারগুলো সরিয়ে নেয়া সম্ভব হবে। স্থানান্তরিত হাট ও বাজারের ক্রেতা ও বিক্রেতার সামাজিক দূরত্ব নিশ্চিতকরণের বিষয়ে বাজার ব্যবস্থাপনা কমিটি, স্থানীয় স্বাস্থ্য বিভাগ এবং সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার সহায়তা নেয়ার ডিসিদের দেয়া চিঠিতে উল্লেখ করা হয়েছে। ভূমি মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, করোনাভাইরাসজনিত কারণে হাট ও বাজারে ব্যাপক জনসমাবেশ বা উপস্থিতি সামাজিক দূরত্ব বজায় থাকার পরিপন্থী। ফলে সামাজিক দূরত্ব বজায় রাখার বিষয়ে সরকারী নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে, বিশেষ করে কাঁচাবাজার, মাছ-বাজার, শাক-সবজির বাজারসমূহ মূল বাজার-তোহা বাজারের চৌহদ্দি থেকে নিকটবর্তী সুবিধাজনক স্থানে সরিয়ে নেয়ার প্রয়োজন হওয়াতে ভূমি মন্ত্রণালয়ের সচিব মোঃ মাকসুদুর রহমান পাটওয়ারীর নির্দেশে এ ব্যবস্থা নেয়া হয়েছে। হাট ও বাজারসমূহের মালিকানা ভূমি মন্ত্রণালয়ের। ১৯৫৯ সালের অর্ডিনেন্সের অধীনে পরিচালিত হয়ে আসছে। জেলায় নতুন হাট ও বাজার স্থাপন ও বিলুপ্তির বিষয়টি জেলা কালেক্টরের (জেলা প্রশাসক) অন্যতম কাজ। এসব ক্ষেত্রে নতুন হাটবাজার সৃষ্টি আবশ্যক হলে কালেক্টর সংশ্লিষ্ট বিভাগীয় কমিশনারের মাধ্যমে ভূমি মন্ত্রণালয়ে প্রস্তাব প্রেরণ করেন। কোভিড-১৯ এর বিস্তার ঠেকাতে লকডাউনের মধ্যে সামাজিক দূরত্ব বজায় রাখার উদ্দেশ্যে দেশের হাটবাজারগুলো খোলা স্থানে সরিয়ে নেয়ার নির্দেশ দিয়েছে ভূমি মন্ত্রণালয়।
×