ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

করোনা আক্রান্ত এমপির সংস্পর্শে আসা সাতজন কোয়ারেন্টাইনে

প্রকাশিত: ২১:৪৬, ৪ মে ২০২০

করোনা আক্রান্ত এমপির সংস্পর্শে আসা সাতজন কোয়ারেন্টাইনে

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ৩ মে ॥ করোনাভাইরাসে আক্রান্ত নওগাঁ-২ (পতœীতলা-ধামইরহাট) আসনের এমপি শহীদুজ্জামান সরকার বাবলুর সংস্পর্শে আসা আরও দুই এমপি, ডিসি, এসপি, সিভিল সার্জন ও জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক এমপিকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তারা হলেন, নওগাঁ-৬ আসনের এমপি ইসরাফিল আলম, নওগাঁ-৩ আসনের এমপি ছলিম উদ্দিন তরফদার সেলিম, জেলা প্রশাসক হারুন অর রশিদ, পুলিশ সুপার প্রকৌশলী আবদুল মানান মিয়া, সিভিল সার্জন ডাঃ আ. ম. আখতারুজ্জামান ও জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক এমপি আব্দুল মালেক। ডেপুটি সিভিল সার্জন ডাঃ মনজুর এ-মুর্শেদ বিষয়টি নিশ্চিত করে জানান, গত ২৭ এপ্রিল সোমবার প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হয়। কনফারেন্সে যোগ দেয়ার জন্যে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নওগাঁ-২ আসনের এমপি শহীদুজ্জামান সরকার বাবলু, এমপি ইসরাফিল আলম, এমপি ছলিম উদ্দিন তরফদার, জেলা প্রশাসক হারুন অর রশিদ, পুলিশ সুপার প্রকৌশলী আবদুল মানান মিয়া, সিভিল সার্জন ডাঃ আ. ম. আখতারুজ্জামান আলাল ও জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক এমপি আব্দুল মালেকসহ অন্যরা সামাজিক দূরত্ব বজায় রেখে অংশগ্রহণ করেন। ভিডিও কনফারেন্স শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে বসে চলতি বোরো ধান কাটা মাড়াইসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। এরপর গত মঙ্গলবার ঢাকা চলে যান এমপি শহীদুজ্জামান সরকার বাবলু। এর আগে এমপি শহীদুজ্জামান বাবলু ২৩ এপ্রিল পতœীতলায় ও ২৪ এপ্রিল ধামুইরহাটে কর্মহীনদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন। এ সময় সংশ্লিষ্ট এলাকার ইউএনওসহ রাজনৈতিক নেতা-কর্মী যারা উপস্থিত ছিলেন, তাদেরও হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। ঢাকায় শুক্রবার সন্ধ্যায় এমপি শহীদুজ্জামান সরকারের করোনাভাইরাসের আক্রান্ত হওয়ায় প্রতিবেদন পাওয়া যায়। এরপর শনিবার বেলা ১১টার দিকে ওই ভিডিও কনফারেন্সেসহ বিভিন্ন দিক ক্ষতিয়ে দেখে তার সংস্পর্শে আসা দুজন এমপি, ডিসি, এসপি, সিএস ও জেলা আওয়ামী লীগের সভাপতিকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। সোমবার সকালে ওই ছয় জনের নমুনা সংগ্রহ করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতাল ল্যাবে পাঠানো হবে বলেও জানান তিনি।
×