ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বিভিন্ন জেলায় নতুন আক্রান্ত ১০৩ জন

প্রকাশিত: ২১:৪৩, ৪ মে ২০২০

বিভিন্ন জেলায় নতুন আক্রান্ত ১০৩ জন

জনকণ্ঠ ডেস্ক ॥ দেশে করোনাভাইরাস পরিস্থিতির আশানুরূপ পরিবর্তন হচ্ছে না। আক্রান্তের সংখ্যা একদিন কমলে তো দুদিন বাড়ে। এভাবে কিছুটা ধীরে হলেও আক্রান্ত বাড়ছেই। সুস্থ হয়ে বাড়ি ফেরার সংখ্যা সেই তুলনায় বাড়ছে না। ফলে পরিস্থিতিকে এখনও উদ্বেগজনক বলেই মনে হয়। সর্বশেষ প্রাপ্ত খবর অনুযায়ী রবিবার দেশের বিভিন্ন স্থানে নতুন করে আক্রান্ত ও শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১০৩ জনে। দেশের বিভিন্ন জেলা, উপজেলা ও থানা থেকে আমাদের স্টাফ রিপোর্টার, নিজস্ব সংবাদদাতা ও সংবাদদাতাদের পাঠানো খবরে বলা হয়, নারায়ণগঞ্জে আদমজী ইপিজেডের দুই কর্মচারী রবিবার করোনায় আক্রান্ত হয়েছেন। বিকেলে বিষয়টি নিশ্চিত করে ইপিজেডের মহাব্যবস্থাপক আহসান কবীর বলেছেন, তাদের দুজনকে আইসোলেশনে রাখা হয়েছে। কুমিল্লায় মা মেয়ে ও স্বাস্থ্যকর্মীসহ ৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে দেবিদ্বারে ৫ জন, বরুড়ায় ২ জন, লাকসামে একজন রয়েছে। রবিবার গাজীপুরে আক্রান্ত হয়েছে দুই পোশাক শ্রমিক। তাদের টঙ্গীর গণস্বাস্থ্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঠাকুরগাঁওয়ে নতুন করে রবিবার আরও ৩ করোনা রোগী শনাক্ত হয়েছে। এ জেলায় সংক্রমিত হয়েছেন ১৯ জন। আর তিনজন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। ফরিদপুরে রবিবার এক চিকিৎসক করোনায় আক্রান্ত হয়েছেন। বিকেলে স্থানীয় ল্যাব সূত্রে জানা যায়, এ পর্যন্ত এই জেলায় রোগী শনাক্ত হলো ১৫ জন। গাইবান্ধায় ডাক্তার ও পুলিশের এসআইসহ নতুন করে ৪ জন আক্রান্ত হয়েছেন। আর কোয়ারেন্টাইনে থাকা প্রায় সাড়ে ৮শ’র মধ্য থেকে সুস্থ হয়ে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন ৯৫ জন। এদিকে রবিবার কিশোরগঞ্জ জেলায় কোন আক্রান্ত রোগী না থাকলেও এখান থেকে সুস্থ হয়ে ১৩ জন হাসপাতাল ছেড়েছেন। এদের মধ্যে ৯ পুরুষ ও ৪ নারী। লালমনিরহাটে করোনার সঙ্গে ২০ দিন লড়াই করে রবিবার একইসঙ্গে বাড়ি ফিরেছেন পিতা-পুত্র। এদিকে, নীলফামারীর সৈয়দপুর ইসলামী ব্যাংকের সাত কর্মকর্তা করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে উপজেলায় করোনা রোগীর সংখ্যা দাঁড়াল ৮ জনে। মুন্সীগঞ্জে সিভিল সার্জন অফিসের ৭ জনসহ রবিবার নতুন করে ৪৭ জনের দেহে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় আক্রান্ত হলো ১৬৪ জন। মাদারীপুরে করোনাকে জয় করে বাড়ি ফিরে গেলেন ২ জন। নোয়াখালীর হাতিয়ায় দুই স্বাস্থ্যকর্মীর দেহে করোনা শনাক্ত হয়েছে। লক্ষ্মীপুরে নতুন শনাক্ত হয়েছেন এক গৃহিণী এবং দুজন দ্বিতীয়বারের মতো আক্রান্ত হয়েছেন। বরিশালে করোনায় আক্রান্ত হয়েছেন এক নারী। দিনাজপুরে এক পরিবারের তিনজন করোনায় আক্রান্ত হওয়ায় রবিবার জেলায় কাহারোল উপজেলায় ৬০টি বাড়ি লকডাউন করা হয়েছে। এছাড়া, ঝালকাঠীতে রবিবার নতুন করে দুজন করোনায় আক্রান্ত হয়েছে বলে খবর পাওয়া গেছে।
×