ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ব্যাট নিলামে তুলবেন মোসাদ্দেকও

প্রকাশিত: ২৩:৩১, ৩ মে ২০২০

ব্যাট নিলামে তুলবেন মোসাদ্দেকও

স্পোর্টস রিপোর্টার ॥ বৈশি^ক মহামারী করোনাভাইরাসের সংক্রমণ মোকাবেলায় অসহায়দের সহায়তা করতে বিভিন্ন উপায়ে অবদান রাখছেন ক্রিকেটাররা। অসহায়দের সহায়তার জন্য বিভিন্ন সরকারী ও বেসরকারী ত্রাণ তহবিলে অর্থ অনুদান এবং নিজেরাও খাদ্যসামগ্রী বিতরণ করেছেন অনেকে। সেই অনুদান আরও বাড়াতে নিজেদের ঐতিহাসিক ক্রিকেট সামগ্রীগুলো নিলামে তুলেছেন অনেকে। ইতোমধ্যে সাকিব আল হাসানের একটি ব্যাট ২০ লাখ টাকায় বিক্রিও হয়েছে। মোহাম্মদ আশরাফুল, মুশফিকুর রহিম, মাশরাফি বিন মর্তুজা, তামিম ইকবালসহ অনেকেই তাদের ঐতিহাসিক মুহূর্তের ক্রিকেট সামগ্রীগুলো নিলামে তুলেছেন। এবার মোসাদ্দেক হোসেন সৈকতও তার একটি ব্যাট নিলামে তুলতে যাচ্ছেন। তারও আছে একটি ইতিহাস গড়া ব্যাট। গত বছর ওয়ানডে বিশ^কাপের আগে আয়ারল্যান্ডে হওয়া ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশের পুরুষ জাতীয় ক্রিকেট দল প্রথম কোন আন্তর্জাতিক শিরোপা জিতেছিল। ফাইনালে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে দেয়ার ম্যাচে ২৭ বলে ২ চার , ৫ ছক্কায় ৫২ রানের অপরাজিত ম্যাচজয়ী ইনিংস খেলেছিলেন মোসাদ্দেক। সেই ব্যাটটি নিলামে তুলছেন তিনি। ১৭ মে, ২০১৯ ডাবলিনের মালাহাইডে ইতিহাস গড়ে বাংলাদেশ মোসাদ্দেকের ব্যাটে। ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের বৃষ্টি বিঘিœত ফাইনালে ২৪ ওভারে ২১০ রাানের অসম্ভব এক টার্গেট দেয়া হয় বাংলাদেশকে ডাকওয়ার্থ-লুইস মেথডে। যদিও ক্যারিবীয়রা ২৪ ওভারে ১ উইকেটে মাত্র ১৫২ রান তুলেছিল। সেই অসম্ভব লক্ষ্যটি ২২.৫ ওভারে (৭ বল বাকি রেখে) ৫ উইকেট হারিয়ে পেরিয়ে যায় বাংলাদেশ। মোসাদ্দেক যখন ব্যাট হাতে নামেন তখনও বাংলাদেশের প্রয়োজন ছিল ৫০ বলে ৬৭ রানের। তিনি ২৭ বলে ২ চার ৫ ছক্কায় ৫২ রানের বিস্ফোরক ইনিংস খেলে বাংলাদেশকে প্রথম শিরোপা পাইয়ে দেন। যে ব্যাট দিয়ে এমন ইতিহাস গড়েছিলেন মোসাদ্দেক, সেটিই এবার করোনাভাইরাসের প্রকোপে অসহায় হয়ে পড়া মানুষদের জন্য নিলামে তুলতে চান তিনি। নিজের ফেসবুক পেজে এ বিষয়ে মোসাদ্দেক বৃহস্পতিবার লিখেছেন, ‘এ ব্যাটে একটা ইতিহাস লেখা আছে। আমি এ ব্যাটে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে অপরাজিত ফিফটি করে দেশকে প্রথম শিরোপা জিততে অবদান রেখেছিলাম। এ ব্যাটের গল্পটা এখনই শেষ নয়। এ ব্যাট নিয়ে আমি লড়াই করতে চাই করোনার বিরুদ্ধে। তাই সিদ্ধান্ত নিয়েছি ব্যাটটা নিলামে তোলার। এ ব্যাট বিক্রির পুরো টাকা ব্যয় হবে করোনা আক্রান্তদের জন্য।’
×