ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

করোনার বিপক্ষে লড়াই করা স্বাস্থ্য কর্মীদের লীগ উৎসর্গ করেছেন নাসের আল খেলাইফি

লীগ ওয়ানে চ্যাম্পিয়ন পিএসজি

প্রকাশিত: ২৩:৩০, ৩ মে ২০২০

লীগ ওয়ানে চ্যাম্পিয়ন পিএসজি

স্পোর্টস রিপোর্টার ॥ করোনাভাইরাসের কারণে ফ্রেঞ্চ লীগের পুনরায় শুরু নিয়ে শঙ্কা ছিল। তবে শেষ পর্যন্ত সেই সংশয়ই বাস্তবে রূপ নিল। চলতি মৌসুমে আর হচ্ছে না ইউরোপের অন্যতম সেরা এই লীগ। মঙ্গলবার ফ্রান্সের প্রধানমন্ত্রী এডুয়ার্ডো ফিলিপে সেপ্টেম্বরের আগে দেশে আর কোন ক্রীড়া ইভেন্ট মাঠে গড়ানোর অনুমতি না দেয়ার ঘোষণা দেন। এরপর আনুষ্ঠানিক কোন ঘোষণা ছাড়াই এক রকম বাতিল হয়ে যায় নেইমার-এমবাপেদের ফ্রেঞ্চ লীগ ওয়ান এবং টু আসর। সেই ঘোষণার পর লীগের সমাপ্তি টানে লীগ ওয়ানের প্রফেশনাল ফুটবল লীগ (এলএফপি) কর্তৃপক্ষও। প্যারিস সেইন্ট জার্মেইকে (পিএসজি) লীগ ওয়ানের চ্যাম্পিয়ন ঘোষণা করে আসর শেষ করল এলএফপি। এক কনফারেন্স কলে এলএফপির সভাপতি নাতালি বোয়া দে লা তুর লীগের ইতি টানার ঘোষণা দেন। তিনি বলেন, ‘এই ঘোষণায় কোন অস্পষ্টটতা নেই। মৌসুম নিয়ে আমাদের চূড়ান্ত একটি সিদ্ধান্ত নেয়া ছিল। আমরা তা নিয়েছি। আমরা এখন জানি যে মৌসুম শেষ হয়ে গেছে।’ বৈশ্বিক মহামারী কোভিড-১৯ নামক ভাইরাসের প্রাদুর্ভাবে গত মার্চে লীগ ওয়ান স্থগিত হয়। তার আগ পর্যন্ত ২৭ ম্যাচে ৬৮ পয়েন্ট নিয়ে ফ্রেঞ্চ লীগ ওয়ানের টেবিলের শীর্ষে ছিল পিএসজি। ২৮ ম্যাচে ৫৬ নিয়ে দ্বিতীয় স্থানে ছিল মার্শেই। পয়েন্ট টেবিলে এগিয়ে থাকার সুবাদে টানা তৃতীয়বারের মতো লীগ ওয়ানের চ্যাম্পিয়ন হলো প্যারিস জায়ান্টরা। এলএফপি পিএসজিকে চ্যাম্পিয়ন ঘোষণা করেছে ম্যাচপ্রতি প্রাপ্ত পয়েন্টের হিসেবে। পুরো পয়েন্ট তালিকাই এভাবে সাজিয়ে অবনমনও ঘোষণা করা হয়েছে। গত মার্চে লীগ যখন বন্ধ হয় ১০ রাউন্ড বাকি ছিল মৌসুমের। পিএসজি ও স্ত্রাসবুর্গের অবশ্য একটি করে ম্যাচ হাতে ছিল। এই হিসেবে পিএসজির ম্যাচপ্রতি পয়েন্ট হয়েছে ২.৫২। ম্যাচপ্রতি ২ পয়েন্ট নিয়ে রানার্সআপ হয়েছে আন্দ্রে ভিলাস বোয়াসের মার্শেই। এর ফলে দলটির চ্যাম্পিয়ন্স লীগে খেলাও নিশ্চিত হয়েছে। লীগে তৃতীয় হয়ে আগামী মৌসুমের চ্যাম্পিয়নস লীগে খেলার সুযোগ পেয়েছে রেনেও। চতুর্থ হয়ে ইউরোপা লীগ নিশ্চিত করেছে লিল। দ্বিতীয় স্তরে নেমে গেছে তুলুজ ও আমিঁয়ে। দ্বিতীয় স্তর থেকে লীগ ওয়ানে উঠেছে লোরিয়াঁ ও লেঁস। তবে দুঃসংবাদ শুনতে হলো ফরাসী জায়ান্ট লিঁও-কে। ১৯৯৭ সালের পর প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লীগে খেলার সুযোগ পাচ্ছে না তারা। শুধু চ্যাম্পিয়নস লীগই নয়, ইউরোপিয়ান ক্লাব ফুটবলের দ্বিতীয় সর্বোচ্চ আসর ইউরোপা টুর্নামেন্টও মিস করবে। কেননা বর্তমান লীগ টেবিলে সপ্তম স্থানে অবস্থান করায় কপাল পুড়েছে তাদের। তবে পিএসজির মালিক নাসের আল খেলাইফি শিরোপা উৎসর্গ করেছেন করোনার বিপক্ষে লড়াই করা স্বাস্থ্য কর্মীদের। এই নিয়ে নয়বার ফ্রেঞ্চ লীগ ওয়ানে চ্যাম্পিয়ন হলো নেইমার-এমবাপেরা। এর সাতবারই কাতারি মালিক আল খেলাইফি দায়িত্ব নেয়ার পর। সর্বশেষ আট মৌসুমে মাত্র একবার শিরোপার দেখা পেতে ব্যর্থ হয় প্যারিস সেইন্ট জার্মেই। মূলত তার অধীনেই পিএসজির পুনর্জন্ম। এই সময়ে বিশ্ব ক্লাব ফুটবলে নতুন করে উত্থান ঘটে পিএসজির। ক্লাবকে ঢেলে সাজাতে ব্যাপক পরিমাণ অর্থও ব্যয় করেন কাতারি মালিক আল খেলাইফি। ইউরোপের বড় পাঁচটি লীগের মধ্যে ফ্রেঞ্চ লীগ ওয়ানই প্রথম যারা মৌসুমের সমাপ্তি টেনেছে। ফ্রান্সের প্রতিবেশী ইংল্যান্ড, জার্মানি, ইতালি ও স্পেনের ফুটবল কর্তৃপক্ষ অবশ্য এখনও চাচ্ছেন মাঠে ফুটবল ফিরিয়ে এনেই মৌসুম শেষ করতে। তবে আরেক ইউরোপিয়ান ফুটবল শক্তি হল্যান্ডের শীর্ষ লীগ বাতিল ঘোষণা করা হয়েছে। সেখানে কাউকে চ্যাম্পিয়ন কিংবা অবনমিতও করা হয়নি। ১০ রাউন্ড হাতে রেখেই মৌসুম শেষ করে দেয়ার কারণে বড় অঙ্কের আর্থিক ক্ষতিই হচ্ছে এলএফপির। টিভি স্বত্ব থেকে প্রায় ২৭৮ মিলিয়ন ইউরো বা প্রায় ২৫০০ কোটি টাকা হারাতে যাচ্ছে লীগ কর্তৃপক্ষ। কয়েকদিন আগে ফ্রান্সের ফুটবল সংস্থা এলএফপি জানিয়েছিল, ফ্রান্স ১১ মে লকডাউন তুলে দিতে যাচ্ছে। ফলে জুন থেকে লীগ ফের শুরু করা যাবে। কিন্তু পরবর্তীতে এমন সম্ভাবনা নাকচ করে দেন দেশটির প্রধানমন্ত্রী। করোনাভাইরাস মহামারীর কারণে আগামী সেপ্টেম্বর পর্যন্ত ফ্রান্সে ফুটবল ফেরার কোন সুযোগ নেই বলে সাফ জানিয়ে দেন তিনি। যে কারণেই লীগ বাতিল করে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয় পিএসজিকে।
×