ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

টেস্টে আফগানিস্তানের পেছনে বাংলাদেশ

প্রকাশিত: ২৩:২৯, ৩ মে ২০২০

টেস্টে আফগানিস্তানের পেছনে বাংলাদেশ

স্পোর্টস রিপোর্টার ॥ টেস্টে আফগানিস্তানের পেছনে পড়ে গেছে বাংলাদেশ। র‌্যাঙ্কিংয়ে আফগানিস্তান এগিয়ে গেছে। বাংলাদেশ পিছিয়ে গেছে। প্রায় ২০ বছর ধরে টেস্ট ক্রিকেট খেলছে বাংলাদেশ। আর প্রায় দুই বছর আগে, ২০১৮ সালে টেস্ট ক্রিকেটে পা রেখেছে আফগানিস্তান। এই দুই বছরেই বাংলাদেশকে টেস্ট র‌্যাঙ্কিংয়ে পেছনে ফেলে দিয়েছে আফগানিস্তান। বাংলাদেশের র‌্যাঙ্কিং এখন ১০। আর আফগানিস্তানের র‌্যাঙ্কিং ৯। বাংলাদেশের চেয়ে এক র‌্যাঙ্কিংয়ে এগিয়ে রয়েছে আফগানিস্তান। ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা আইসিসি তিন ফরম্যাটের র‌্যাঙ্কিংয়ের সর্বশেষ অবস্থা ঘোষণা করেছে। সেখানে টেস্ট র‌্যাঙ্কিং তালিকায় পুচকে আফগানদের নিচে অবস্থান করছে ২০০০ সাল থেকে টেস্ট খেলতে থাকা বাংলাদেশ। ২০১৭ সালের ২২ জুন আয়ারল্যান্ডের সঙ্গে টেস্ট মর্যাদা পায় আফগানিস্তান। এরপর ২০১৮ সালের জুনে ভারতের বিরুদ্ধে টেস্ট দিয়ে এ অঙ্গনে পা পড়ে আফগানদের। সেই থেকে ৪টি টেস্ট খেলে তারা। ২টিতে জয় ও ২টি হার হয় আফগানদের। সেই তুলনায় বাংলাদেশ ২০০০ সাল থেকে ১১৯টি টেস্ট খেলেছে। ৮৯ টেস্টে হার ও ১৬ টেস্টে ড্রর বিপরীতে ১৪টি টেস্টে জিতে বাংলাদেশ। গতবছর আফগানিস্তান যেখানে ৪ টেস্ট খেলেছে, সেখানে বাংলাদেশ খেলে ৫ টেস্ট। সবকটিতে বাংলাদেশ হারে। আফগানিস্তান দুটিতে জিতে। এমনকি প্রথমবার বাংলাদেশের বিরুদ্ধে বাংলাদেশের মাটিতে খেলেও জিতে। আর সেখানেই আফগানিস্তান এগিয়ে যায়। র‌্যাঙ্কিংয়েও এগিয়ে গেল। গত বছরের সেপ্টেম্বরে চট্টগ্রামে বাংলাদেশের বিরুদ্ধে ২২৪ রানে জয়টি আফগানিস্তানকে টেস্ট র‌্যাঙ্কিংয়ে নবম স্থানে তুলে দিল। দশম স্থানে নেমে গেল বাংলাদেশ। তবে আফগানিস্তানের সঙ্গে বাংলাদেশের রেটিংয়ের ব্যবধানটা খুব বেশি নয়। আফগানিস্তানের রেটিং ৫৭ ও বাংলাদেশের রেটিং ৫৫। ভারতকে সরিয়ে টেস্টে র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থান দখলে নিল অস্ট্রেলিয়া। টেস্টে বাংলাদেশের অবস্থা সবসময়ই করুণ। এবার ঘোষিত র‌্যাঙ্কিংয়ে আরও খারাপ অবস্থার দেখা মিলল। টেস্টে দশ নম্বরে থাকলেও ওয়ানডে ক্রিকেটে আফগানিস্তান, ওয়েস্ট ইন্ডিজ এবং শ্রীলঙ্কার ওপরে রয়েছে বাংলাদেশ। ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের র‌্যাংঙ্কিং সাত এবং টি২০ ক্রিকেটে বাংলাদেশের র‌্যাঙ্কিং আট। ক্রিকেট বিশ্বে অভিষেকের পর থেকেই বাংলাদেশের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে আফগানিস্তান। টাইগারদের বিরুদ্ধে বরাবরই আত্মবিশ্বাসী থাকে তারা। সে বিশ্বাসে অনেক এগিয়েও গিয়েছে দলটি। টি২০ ও ওয়ানডেতে সমান তালে লড়াই তো তারা করেই, এবার পেছনে ফেলে দিয়েছে টেস্টেও। তবে ওয়ানডেতে পেছনে ছিলই। এবার টি২০তেও পেছনে পড়েছে আফগানিস্তান। আইসিসির ঘোষিত সর্বশেষ র‌্যাঙ্কিংয়ে ওয়ানডে ক্রিকেটে আগের মতোই আছে বাংলাদেশ। তবে উন্নতি হয়েছে টি২০ র‌্যাঙ্কিংয়ে। এ সংস্করণে এক ধাপ ওপরে উঠে এসেছে টাইগাররা। বর্তমানে টাইগারদের অবস্থান অষ্টম স্থানে। পিছিয়ে পড়ে ১০ নম্বরে চলে গেছে আফগানরা। গতবছর ১ মে থেকে যে খেলা হয়েছে, তার ওপর ভিত্তি করেই এই র‌্যাঙ্কিং করা হয়েছে। তাতে টেস্টে আফগানিস্তানের পেছনে পড়ল বাংলাদেশ।
×