ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শ্রীলঙ্কা সফর নিয়ে আশাবাদী বিসিবি

প্রকাশিত: ২৩:১৯, ৩ মে ২০২০

শ্রীলঙ্কা সফর নিয়ে আশাবাদী বিসিবি

স্পোর্টস রিপোর্টার ॥ বৈশ্বিক মহামারী করোনাভাইরাসের সংক্রমণে এই মুহূর্তে সারাবিশে^ই স্থবিরতা। সব ধরনের কর্মকা- বাদ দিয়ে ঘরে বসেই সময় কাটাতে হচ্ছে মানুষকে। ক্রিকেটাররাও প্রায় দুই মাস হতে চললো মাঠের বাইরে। করোনা সংক্রমণ ঠেকাতে সব ধরনের ক্রিকেটীয় কার্যক্রম স্থগিত রাখা হয়েছে। অনির্দিষ্টকালের জন্য অনেক আন্তর্জাতিক সিরিজ বন্ধ হয়ে গেছে। এর মধ্যে বাংলাদেশ ক্রিকেট দলের তৃতীয় ধাপে এপ্রিলের শুরুতে পাকিস্তান সফর, চলতি মাসে আয়ারল্যান্ড-ইংল্যান্ড সফর এবং জুনে ঘরের মাটিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ স্থগিত হয়ে গেছে। আইসিসির ভবিষ্যত সফর পরিকল্পনায় (এফটিপি) জুলাইয়ে আছে শ্রীলঙ্কা সফর। এখন সেটির ভাগ্য নিয়েও রয়েছে সন্দেহ। তবে কিছুদিন আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিজামউদ্দিন চৌধুরী সুজন দাবি করেছেন বাংলাদেশ আশাবাদী এই সফরটি নিয়ে। এ নিয়ে ইতোমধ্যেই ক্রিকেট শ্রীলঙ্কার (এসএলসি) সঙ্গে আলোচনাও হচ্ছে বলে জানিয়েছেন তিনি। করোনাভাইরাসের সংক্রমণ পুরো বিশ^কে এমন এক পরিস্থিতির মধ্যে ঠেলে দিয়েছে যে কোনকিছুই নিশ্চিতভাবে জানা যাচ্ছে না। সারা বিশে^ই ক্রিকেট কর্মকা- বন্ধ রয়েছে। ইংল্যান্ডে জুন পর্যন্ত সার্বিক ক্রিকেটযজ্ঞ বন্ধ করা হলেও গত সপ্তাহে তা বাড়িয়ে নেয়া হয়েছে জুলাই পর্যন্ত। বাংলাদেশেও বর্তমানে করোনার সঙ্কট চরমে। প্রতিনিয়ত আক্রান্তের সংখ্যা বাড়ছে হু হু করে। এমন অবস্থায় কবে সবকিছু স্বাভাবিক হবে তা অনিশ্চিত। জুন পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটের সব সূচী বাতিল হয়ে গেছে বাংলাদেশের। এই স্থগিত হওয়া সিরিজ কবে আবার শুরু করা যায় সেটি নিয়ে কিছুদিন আগে আইসিসির সিইওদের ডিজিটাল অনলাইন সভায় আলোচনাও হয়েছে, তবে কোন সিদ্ধান্ত হয়নি। অচিরেই আরেকটি এমন সভা রয়েছে, সেখানেই সিদ্ধান্ত হতে পারে স্থগিত হওয়া সিরিজগুলোর ভাগ্য নিয়ে। তাছাড়া গত বছরের একেবারে শেষভাগে শুরু হওয়া প্রথম আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অনেক সিরিজই স্থগিত হয়ে গেছে। তাই আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ আপাতত বাতিল করার দাবিও উঠেছে। এর আওতায় বাংলাদেশেরও পাকিস্তান ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুটি সিরিজ স্থগিত হয়েছে। এখন আরেকটি টেস্ট চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে শ্রীলঙ্কা সফরে গিয়ে অবতীর্ণ হওয়ার কথা রয়েছে বাংলাদেশের। জুলাইয়ের স্বাগতিক লঙ্কানদের বিপক্ষে ৩ ম্যাচের টেস্ট সিরিজ রয়েছে। এর ভাগ্যে শেষ পর্যন্ত কি ঘটবে তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। করোনা পরিস্থিতি বাংলাদেশে বেশ নাজুক। যদিও শ্রীলঙ্কায় আক্রান্তের সংখ্যা এবং তা ছড়িয়ে পড়ার হার খুবই কম। কিন্তু জুলাই আসতে আসতে তা কোন দিকে মোড় নেবে তা বলা যাচ্ছে না নির্দিষ্ট করে। এ কারণে জুলাইয়ে এই সিরিজ হওয়া নিয়েও আছে যথেষ্ট সন্দেহ। অবশ্য বিসিবির সিইও এ বিষয়ে কিছুদিন আগে বলেছেন,‘আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি এবং আমাদের সরকারের কী আদেশ রয়েছে সেদিকে নজর রাখার পাশাপাশি তাদের (শ্রীলঙ্কা) সরকার কীভাবে পরিস্থিতি মোকাবেলা করছে সে সমস্ত বিষয় আমরা খতিয়ে দেখছি।’ তিনি দাবি করেছেন এ বিষয়ে এসএলসির সঙ্গে আলোচনাও চলছে। বুধবার এসএলসির সিইও’র সঙ্গে এ নিয়ে কথাও বলেছেন। কিন্তু সিদ্ধান্ত হয়নি। ইতোমধ্যে বাংলাদেশ দল আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ৩ ম্যাচ খেলে কোন পয়েন্ট পায়নি। গত বছর নবেম্বরে ভারতে গিয়ে ২টি এবং গত ফেব্রুয়ারিতে পাকিস্তানে গিয়ে ১টি ম্যাচ খেলে ইনিংস ব্যবধানে পরাজয়ের লজ্জা বরণ করতে হয়েছে। এখন আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ অব্যাহত থাকলে জুলাইয়ের শ্রীলঙ্কা সফরে ৩ টেস্ট খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশ দলের জন্য। তবে সবকিছুই পরিস্থিতির ওপরে নির্ভরশীল এবং তা দেখেই এই সিরিজ অনুষ্ঠিত হওয়ার ক্ষেত্রে সরকার থেকে সবুজ সঙ্কেত পেতে হবে উভয় বোর্ডকে।
×