ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পুরস্কার পেলেন কোকোর বাবা

প্রকাশিত: ০০:১০, ১ মে ২০২০

পুরস্কার পেলেন কোকোর বাবা

স্পোর্টস রিপোর্টার ॥ মাত্র ১৫ বছর বয়ইে বিশ্ব টেনিসের পাদপ্রদীপের আলোয় উঠে এসে গোটা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছেন কোকো গফ। গত বছর উইম্বলডনের মূল পর্বে খেলেছেন। ঘাসের কোর্টে যা, সবচেয়ে কমবয়সী খেলোয়াড়ের রেকর্ড। এরপর ইউএস ওপেনের তৃতীয় পর্বেও জায়গা করে নেন আমেরিকান টেনিসের এই প্রতিভাবান খেলোয়াড়। এরপর ডব্লিউটিএ একক এবং দ্বৈতের শিরোপাও জিতেছেন তিনি। এসবরেই পুরস্কার হিসেবে সম্মাননা পেলেন কোকো গফের বাবা কোরি গফ। বুধবার ইউএস টেনিস এ্যাসোসিয়েশন তাকে ২০১৯ সালের বর্ষসেরা উন্নয়নশীল কোচ হিসেবে ঘোষণা করে। এদিকে তরুণ তারকা কোকো গফের সম্প্রতি বক্তব্য নিয়ে যে নানা সমস্যা তৈরি হয়েছিল, তা সামলাতেও লাইলম লাইটে গফের বাবা। কোকো সম্প্রতি এক সাক্ষাতকারে বলেছিলেন, তিনি অবসাদের শিকার হয়েছেন। এবং যার প্রভাব পড়ে তার খেলায়। এ নিয়ে নানা রকম সমালোচনা এবং মন্তব্যের ঝড় ওঠে। এরপর কোকোর বাবা কোরি বলেন, ওর মন্তব্য নিয়ে যা হয়েছে, তা সত্যিই খুব চিন্তার বিষয়।
×