ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

অনুশীলনের জন্য ব্যাকুল শূটাররা

প্রকাশিত: ০০:০৯, ১ মে ২০২০

অনুশীলনের জন্য ব্যাকুল শূটাররা

স্পোর্টস রিপোর্টার ॥ করোনা মহামারী শেষে টুর্নামেন্টের জন্য নিজেদের প্রস্তুত করতে খুব একটা সময় পাবেন না শূটাররা। তাই তো চলমান সঙ্কটের মধ্যেই শূটারদের জন্য আলাদা অনুশীলনের ব্যবস্থা করেছে বিশ্বের অনেক দেশ। যত দ্রুত সম্ভব বাংলাদেশেও সেই সুবিধা চালু করার দাবি খেলোয়াড়দের। তবে এখনই কোন সুসংবাদ দিতে পারছে না বাংলাদেশ শূটিং স্পোর্ট ফেডারেশন। ফেডারেশনের মহাসচিব বলছেন অবস্থা পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত কিছুই করার নেই তাদের। করোনার মহামারী কাটছে না সহসাই। তবে তুলনামূলক ধীর হলেও অবস্থার হচ্ছে উন্নতি। ফলে সীমিত হলেও, মাঠে ফেরার আভাস পাওয়া যাচ্ছে। নিরাপদ দূরত্বে অনুশীলন শুরু করেছে ইউরোপের অনেক ফুটবল ক্লাব। অনুশীলন শুরু করেছেন চীন, জাপান, কোরিয়া, ভারত, ইংল্যান্ড, বেলজিয়ামের শূটাররা। কারণ এ পর্যন্ত তিনটা বিশ্বকাপ আর ১১টা বৈশ্বিক আসর বাতিল হয়ে যাওয়ায় সেই ক্ষতি পুষিয়ে নিতে টুর্নামেন্টে হবে টানা। আর সে জন্য চাই প্রস্তুতি। ক্রীড়ার অন্য ইভেন্টের মতো শূটিংয়ের নেই ফিটনেসের বালাই। মনোযোগটাই এখানে মুখ্য। তাই তো দ্রুততম সময়ের মধ্যে অনুশীলন শুরু করতে চান শূটাররা।
×