ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

দ্য হান্ড্রেড ২০২১ পর্যন্ত স্থগিত চান মঈন

প্রকাশিত: ০০:০৮, ১ মে ২০২০

দ্য হান্ড্রেড ২০২১ পর্যন্ত স্থগিত চান মঈন

স্পোর্টস রিপোর্টার ॥ জীবন বাঁচানোই হয়ে গেছে কঠিন। বৈশ্বিক মহামারী করোনাভাইরাসের প্রভাব থেকে বাঁচতে সারাবিশ্বেই সংগ্রাম করছেন মানুষ। এই সময়ে তাই বিশ্ব ক্রীড়াঙ্গনেও স্থবিরতা। কোথাও কোন ধরনের খেলাধুলা নেই। ক্রিকেট মাঠগুলোও পড়ে আছে নির্জন প্রান্তরের মতো। এবার ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) জুন ২৮ মে পর্যন্ত তাদের দেশে সব ধরনের ক্রিকেট স্থগিত করেছে। এবারই প্রথম ১০০ বলের টুর্নামেন্ট ১৭ জুলাই থেকে ১৫ আগস্ট পর্যন্ত আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছিল ইসিবি। কিন্তু গত সপ্তাহে ১ জুলাই পর্যন্ত সব ধরনের ক্রিকেট স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে ইসিবি। এরপর প্রথম দ্য হান্ড্রেড আসরটি অনুষ্ঠিত হতেই পারে। কিন্তু ইংল্যান্ড দলের অলরাউন্ডার মঈন আলী জোরালো দাবি করলেন ১০০ বলের এই ‘দ্য হান্ড্রেড’ টুর্নামেন্টটি ২০২১ পর্যন্ত স্থগিত করা উচিত। অনেক আগেই প্রস্তাব করা হয়েছিল প্রথমবারের মতো ১০০ বলের টুর্নামেন্ট দ্য হান্ড্রেড আয়োজনের। সেই মোতাবেক প্রস্তুতিও সেরে রেখেছিল ইসিবি। নিলামের মাধ্যমে ৮ শহরের নামে দলও গঠন করা হয়ে গেছে। ফ্র্যাঞ্চাইজিগুলো পছন্দমতো খেলোয়াড় নিয়ে গড়েছে ৮ দল। একই সঙ্গে নারী ও পুরুষদের নিয়ে এই দ্য হান্ড্রেডের প্রথম আসরটি শুরু হওয়ার কথা। এখন শুধু অপেক্ষা মাঠে গড়ানোর। ১৭ জুলাই দ্য হান্ড্রেডের প্রথম আসর মাঠে গড়ানোর কথা। কিন্তু ইসিবির নতুন সিদ্ধান্ত অনুসারে দেশে সব ধরনের ক্রিকেট ১ জুনের পরিবর্তে ১ জুলাই পর্যন্ত স্থগিত করা হয়েছে। অবশ্য দ্য হান্ড্রেড আসরটি শুরু হওয়ার কথা এই নির্দিষ্ট সময়ের পরই। তাই অনেকেই মনে করছেন দ্য হান্ড্রেড যথাসময়েই মাঠে গড়াবে। কিন্তু ইংলিশ অলরাউন্ডার মঈন আলী তা চাইছেন না। বর্তমানে ইংল্যান্ডে করোনাভাইরাস সংক্রমণের যে পরিস্থিতি সেটা সামলে উঠেই আবার ক্রিকেট খেলার মতো কর্মকা-ে নামতে চান না তিনি।
×