ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বিখ্যাত ফুটবলার চুনি গোস্বামী আর নেই

প্রকাশিত: ০০:০৮, ১ মে ২০২০

বিখ্যাত ফুটবলার চুনি গোস্বামী আর নেই

স্পোর্টস রিপোর্টার ॥ সাবেক ফুটবলার চুনী গোস্বামী মারা গেছেন। বৃহস্পতিবার কলকাতার একটি বেসরকারী নার্সিং হোমে বিকেল পাঁচটার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন অর্জুন ও পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত চুনী গোস্বামী। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮২ বছর। দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। প্রিয় মোহনবাগান ক্লাবেও নিয়মিত আর আসতে পারতেন না। হাঁটতে অসুবিধা হতো। হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন ভারতের এই বিখ্যাত ফুটবলার। বৃহস্পতিবার যোধপুর পার্কের ফ্ল্যাটেই ছিলেন অসুস্থ চুনী। পরিবার সূত্রে জানা গেছে, দুপুরে পরপর দুবার কার্ডিয়াক এ্যারেস্ট হয় তার। এরপর স্থানীয় একটি নার্সিং হোমে তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় তাকে। সেখানে ভর্তি হওয়ার পর এদিন বিকেল পাঁচটা নাগাদ আরও একবার হার্ট এ্যাটাক হয়ে তার। তারপর সবাইকে শোকের সাগরে ভাসিয়ে চিরবিদায় নেন। পরিবার পরিজনদের চিরবিদায় জানিয়ে ইহলোকের মায়া ত্যাগ করেন তিনি। তার স্ত্রী ও ছেলে প্রত্যেকেই শোকে বাক্যহারা হয়ে যান। ১৯৪৬ সালে মাত্র ৮ বছর বয়সে যোগ দিয়েছিলেন মোহনবাগান জুনিয়র দলে। তারপর ১৯৫৪ সালে আসেন মোহনবাগান সিনিয়র দলে। ১৯৬৮ সাল পর্যন্ত সবুজ-মেরুন জার্সি পরেই খেলেছেন তিনি। করেছেন ২০০টির বেশি গোল। ১৯৫৬ সালে ভারতের হয়ে আন্তর্জাতিক ম্যাচ খেলেন। দেশের হয়ে ৫০টিরও বেশি ম্যাচ খেলেন চুনী। অধিনায়কত্ব করেন ১৬ ম্যাচে। এরমধ্যে ১৯৬২ সালে তারই অধিনায়কত্বে জাকার্তায় অনুষ্ঠিত এশিয়ান গেমসে সোনা জেতে ভারতীয় ফুটবল দল। ১৯৬৩ সালে অর্জুন এবং ১৯৮৩ সালে পদ্মশ্রী পুরস্কার লাভ করেন চুনী। পরবর্তীতে ২০০৫ সালে মোহনবাগান রতœও পেয়েছেন তিনি।
×