ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বিশ্বকাপের জার্সি নিলামে তুলবেন আকবর

প্রকাশিত: ০০:০৭, ১ মে ২০২০

বিশ্বকাপের জার্সি নিলামে তুলবেন আকবর

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ ক্রিকেটে সবচেয়ে বড় অর্জন হচ্ছে বিশ্বকাপ জেতা। অনুর্ধ-১৯ ক্রিকেট বিশ্বকাপ জেতা। সেই শিরোপা জয়ী দলের অধিনায়ক হচ্ছেন আকবর আলী। করোনাভাইরাসের প্রাদুর্ভাবে অসহায় মানুষদের পাশে থাকতে বিশ্বকাপের জার্সি নিলামে তুলবেন আকবর। সামাজিক যোগাযোগ মাধ্যমে করা একটি পোস্টের মাধ্যমে এমনটা নিশ্চিত করেছেন বাংলাদেশের যুবদলের অধিনায়ক। করোনাভাইরাসের প্রকোপে ক্ষতিগ্রস্তদের উন্নতি সাধনে ব্যবহৃত হবে নিলামের থেকে প্রাপ্ত অর্থ। জার্সি ছাড়াও ঐতিহাসিক সেই ফাইনালে ব্যবহৃত ব্যাটিং গ্লাভসও নিলামে তুলছেন আকবর। আকবর লিখেন, ‘নিঃসন্দেহে অ-১৯ বিশ্বকাপ জয় এখন পর্যন্ত আমার জীবনের সেরা অর্জন। করোনার এই সঙ্কটকালীন সময়ে সেই অর্জনের দুটি স্মারক (১. ফাইনালের ম্যাচ জার্সি, ২. ফাইনালে ব্যবহৃত ব্যাটিং গ্লাভস) নিলামে তুলতে যাচ্ছি। নিলাম থেকে প্রাপ্ত পুরো অর্থটাই করোনায় ক্ষতিগ্রস্তদের জন্য ব্যয় করা হবে।’ ভারতের বিরুদ্ধে সেই অবিস্মরণীয় ফাইনালে চারটি চার ও একটি ছক্কায় ৭৭ বলে অপরাজিত ৪৩ রান করে দলকে শিরোপা জেতান আকবর। বাংলাদেশ ফাইনাল ম্যাচটি জিতেছিল বৃষ্টি আইনে, তিন উইকেটের ব্যবধানে। করোনার এই দুর্যোগ মোকাবেলায় প্রায় সব ক্রিকেটারই নিজেদের অবস্থান থেকে এগিয়ে এসেছেন। সামাজিক বিভিন্ন কার্যক্রম ছাড়াও ব্যক্তিগত বা দলীয় প্রচেষ্টায় আর্থিক অনুদান দিয়েছেন অনেকেই। এখন পর্যন্ত ব্যাট নিলামে তোলার ঘটনা হয়েছে একটি। বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান তার বিশ্বকাপে ব্যবহৃত ব্যাটটি নিলামে বিক্রি করেছেন ২০ লাখ টাকায়। সাকিব ছাড়াও মুশফিকুর রহীম ও মোহাম্মদ আশরাফুল নিজেদের ব্যাট নিলামে তোলার প্রতিশ্রুতি দিয়েছেন।
×