ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ব্যবসা প্রতিষ্ঠান চালু করতে আন্তঃমন্ত্রণালয় সভা ৩ মে

প্রকাশিত: ০০:০৪, ১ মে ২০২০

ব্যবসা প্রতিষ্ঠান চালু করতে আন্তঃমন্ত্রণালয় সভা ৩ মে

জনকণ্ঠ ডেস্ক ॥ করোনা পরিস্থিতির মধ্যে কারখানা, গার্মেন্ট ফ্যাক্টরিসহ অন্যান্য শিল্প ও ব্যবসা প্রতিষ্ঠান সীমিত আকারে চালু করতে উচ্চ পর্যায়ের আন্তঃমন্ত্রণালয় সভা ডেকেছে সরকার। আগামী ৩ মে রবিবার দুপুর ১২টায় স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের সভাপতিত্বে সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে এই আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার সংশ্লিষ্টদের চিঠি দিয়ে আমন্ত্রণ জানিয়েছে স্বাস্থ্যসেবা বিভাগ। খবর বাংলানিউজের। সভায় জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব, শিল্পসচিব, শ্রমসচিব, বাণিজ্যসচিবকে আমন্ত্রণ জানানো হয়েছে। পুলিশ মহাপরিদর্শক (আইজিপি), এফবিসিসিআই সভাপতি, বিজিএমইএ সভাপতি, ডিসিসিআই সভাপতি, বিকেএমইএ সভাপতি, বিটিএমইএ সভাপতি, এমসিসিআই সভাপতি এবং ঢাকা উত্তর ও দক্ষিণ সিটির প্রধান স্বাস্থ্য কর্মকর্তাও উপস্থিত থাকবেন।
×